শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির প্রসঙ্গে যা বললেন সুলতানা কামাল *** 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো *** পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার *** পাকিস্তানের ক্ষমা চাওয়াসহ তিন বিষয়ে সুরাহা চেয়েছে বাংলাদেশ *** ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের *** ছয় মাসে কী সংস্কার করা হয়েছে, প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের *** ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ *** কিস্তি ছাড়ের বিষয়ে আলোচনা চলবে: আইএমএফ *** সংশোধিত ওয়াক্ফ আইন স্থগিত করলেন ভারতের সুপ্রিম কোর্ট *** হিন্দু নারীর বিয়ে, বিচ্ছেদ, সম্পত্তিতে উত্তরাধিকার বিষয়ে পারিবারিক আইনে সংস্কার প্রযোজন

নচিকেতার নতুন গান ‘সে একটা গাছ’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ৩রা জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

নতুন গান নিয়ে আসছেন দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা। গানের শিরোনাম ‘সে একটা গাছ’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার জুলফিকার রাসেলের কথায় গানটি করেছেন নচিকেতা।

সে একটা গাছ, চায় আদুরে হাতের আঁচ/ কারো কি তা মনে আছে/ বেশ কিছুদিন হলো, জল দেওয়া হয় না তো গাছে- এমন কথার গানটি ২ জুন প্রকাশ হয়েছে। গাছটিকে রূপক অর্থে ব্যবহার করে অনাদরে থাকা একজন মানুষের হাহাকার উঠে এসেছে এই গানটির মাধ্যমে। কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির সুর করেছেন নচিকেতা নিজেই। সংগীতায়োজন করেছেন টুনাই দেবাশিস গাঙ্গুলী। 

গানটি প্রসঙ্গে কলকাতা থেকে নচিকেতার ভাষ্য, জুলফিকার রাসেলের সঙ্গে আমার প্রকাশিত গানের সংখ্যা অনেক হলো। তৈরি থাকা অপ্রকাশিত গানের সংখ্যা আরও বেশি। তারই একটা গান এটি। জুলফিকারের গানের কাব্যময়তা বা সাহিত্যমান প্রসঙ্গে নতুন করে বলবার কিছু নেই, তবে এই গানটির ভাবধারা আমাদের দুজনার যে কোনও গানের চেয়ে বেশ আলাদা। এখানে আমরা গাছের মতো অসহায় একজন মানুষের গল্প তুলে ধরার চেষ্টা করেছি।

আরো পড়ুন:ঈদে মুক্তি পাবে মাহফুজ- বুবলি অভিনীত 'প্রহেলিকা'

‘সে একটা গাছ’ প্রসঙ্গে জুলফিকার রাসেল বলেন, নচিদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই একটু আলাদা। কারণ, তিনি গায়ক, সুরকারের পাশাপাশি অসাধারণ একজন গীতিকবিও বটে। ফলে তিনি কথার মর্ম বোঝেন এবং সেটার মূল্যায়ন করেন। এই গানটির কথাগুলো আমার অসম্ভব প্রিয়। আশা করছি শ্রোতারা পছন্দ করবেন।

জুটি মিউজিকের ব্যানারে প্রকাশ পেয়েছে গানটি। জানা গেছে, এ ব্যানার থেকে নচিকেতা ও জুলফিকার রাসেলের আরও কিছু গান প্রকাশ হবে। ধারাবাহিকভাবে এগুলো প্রকাশ হবে।

এম/


নচিকেতা গান সে একটা গাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন