বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নভেম্বর মাসসেরা হয়ে ইতিহাস গড়লেন নাহিদা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন নাহিদা আক্তার।

নভেম্বর মাসে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে নারী কোটায় নাহিদাকে এবং পুরুষ কোটায় ট্রাভিস হেডকে বেছে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নভেম্বরের মাস সেরা হওয়ার দৌড়ে শুধু নাহিদাই নন, ছিলেন আরো এক বাংলাদেশি ক্রিকেটার, তিনিও নারী কোটায়। নারীদের ক্রিকেট থেকে মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছিলেন ফারজানা হক। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সেরা ক্রিকেটার হয়েছিলেন নাহিদা। তিন ওয়ানডেতে ১৪.১৪ গড়ে ৭ উইকেট শিকার করেন তিনি, যে পারফরম্যান্স অবদান রাখে বাঘিনীদের সিরিজ জয়ে।

এদিকে প্রথমবারের মতো মাস সেরার মনোনয়ন পাওয়া ফারজানা ওয়ানডে সিরিজে ১১০ রান করেন, সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে যথাক্রমে ৪০ এবং ৬২ রানের ঝলমলে দুটি ইনিংসে বড় অবদান রাখেন সিরিজ জয়ে। ফারজানা এবার সেরার পুরস্কারটা না পেলেও নাহিদা ঠিকই অর্জন করলেন খেতাব, সেই সাথে গড়লেন ইতিহাস। ফারজানা ও নাহিদা ছাড়াও পাকিস্তানের স্পিনার সাদিয়া ইকবাল পেয়েছিলেন নারীদের ক্রিকেটে মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন।

এদিকে পুরুষদের ক্রিকেটে নভেম্বরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ট্রাভিস হেড। বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারানোর পথে হেড হাঁকান দুর্দান্ত এক সেঞ্চুরি। হেড ছাড়াও এবার মনোনয়ন পেয়েছিলেন তার স্বদেশী গ্লেন ম্যাক্সওয়েল ও বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি মোহাম্মদ শামি।

ওআ/

আইসিসি নারী ক্রিকেটার

খবরটি শেয়ার করুন