শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নির্মাণ কাজের সময় মিললো মুঘল আমলের মুদ্রা

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ২৩শে মে ২০২৩

#

ছবি: এনডিটিভি নিউজ

মন্দিরের দেওয়াল তোলার জন্য মাটি খুঁড়ছিলেন শ্রমিকরা। এমন সময় মুঘল আমলের প্রায় ৪০০টি মুদ্রা খুঁজে পান তারা। মঙ্গলবার (২৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সাহারানপুরের নানৌতা এলাকার একটি মন্দিরে নির্মাণ কাজের সময় মুঘল আমলের প্রায় ৪০০টি মুদ্রা পাওয়া গেছে। 

সোমবার (২২ মে) পুলিশ সুপার (গ্রামীণ) সাগর জৈন জানান, গত রোববার (২১ মে) রাতে এখানকার হুসেনপুর গ্রামের সতীধাম মন্দিরে সীমানা প্রাচীর তৈরির জন্য মাটি খনন করার সময় কয়েকজন শ্রমিক এসব মুদ্রার সন্ধান পান। মুঘল আমলের মুদ্রা আবিষ্কারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মুদ্রাগুলো নিজেদের হেফাজতে নেয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত এসব মুদ্রার ওপরে আরবি ভাষায় কিছু লেখা রয়েছে। এই ধরনের মুদ্রা মুঘল আমলেই ব্যবহৃত হতো।

আরো পড়ুন: চুরির ৯ বছর পর গহনা ফেরত, ক্ষমা চেয়ে দিলেন ‘জরিমানাও’!

ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ মুদ্রাগুলো পরীক্ষা করবে এবং এগুলো তৈরিতে কোন ধরনের ধাতু ব্যবহার করা হয়েছিলো সেটিও খুঁজে বের করবে বলে জানিয়েছেন এই পুলিশ সুপার।

তথ্য সূত্র: এনডিটিভি নিউজ

এম এইচ ডি/

ধাতব মুদ্রা মুঘল আমলের মুদ্রা মন্দির

খবরটি শেয়ার করুন