ছবি: সংগৃহীত
বক্স অফিসে গদর ২-এর রমরমা। ৪০০ কোটির লক্ষ্যে এগোচ্ছে সানি দেওলের এই ছবি। এর মাঝেই রবিবার সামনে আসে চমকে যাওয়ার মতো খবর! ৫৬ কোটি টাকা ঋণের দায়ে জর্জরিত ধর্মেন্দ্র-পুত্র। ব্যাঙ্ক অফ বরোদার তরফে জুহুর বাংলো নিলামে তোলার নোটিশ জারি করা হয়।
কিন্তু চব্বিশ ঘন্টা যেতে না যেতেই সেই নোটিশ প্রত্যাহার করল ব্যাঙ্ক। সোমবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা।
গত রোববার খবর ছড়িয়ে পড়ে সানি দেওল ব্যাংক থেকে ৫৫ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ৭৬৬ টাকা ঋণ নিয়েছেন। তাই পাওনা টাকা উদ্ধার করতে ব্যাংক তার সম্পত্তি নিলাম করেছে।
এ বিষয়ে ভারতীয় এক সংবাদপত্রে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ব্যাংকটি। সেখানে বলা হয়েছিল, অভিনেতার বাংলোটি ই-নিলাম করা হবে।
তবে এ নোটিশের একদিন পরেই ব্যাংক একটি সংশোধিত বিজ্ঞপ্তি জারি কর। যেখানে জানানো হয়, ‘প্রযুক্তিগত কারণে’ সানি দেওলের বাড়ির নিলাম প্রত্যাহার করা হচ্ছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি এ অভিনেতা।
আরও পড়ুন: চারটি ক্রিকেট দল থেকে কত কোটি আয় করেন শাহরুখ
স্টুডিও বন্ধক রেখে ‘ঘায়েল ওয়ান্স এগেইন’ (২০১৬) সিনেমার জন্য টাকা ধার নিয়েছিলেন সানি দেওল। তিনি ওই বাংলো থেকেই তার ব্যবসা পরিচালনা করেন।
সেখানে রয়েছে ‘সানি সুপার সাউন্ড’ যা মূলত অভিনেতার অফিস, একটি প্রিভিউ থিয়েটার ও দুটি পোস্ট-প্রোডাকশন স্যুট। এ অফিসটি ৮০-এর দশকের শেষের দিকে তৈরি হয়।
উল্লেখ্য, মুক্তির দ্বিতীয় সপ্তাহে ‘গদর ২’ বক্স অফিসে দারুণভাবে সাড়া ফেলেছে। সানি দেওল অভিনীত সিনেমাটি মুক্তির পর থেকেই বক্স অফিসের একের পর এক রেকর্ড ভাঙছে।
এসি/ আই.কে.জে