বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নুরদের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের ভবন মালিকের মামলা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাজধানীর পুরানা পল্টন এলাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের ভবন মালিক অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান এ মামলা করেন। বৃহস্পতিবার ওই কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে ধস্তাধস্তির কয়েক ঘণ্টার পর গভীর রাতে পল্টন থানায় মামলাটি করা হয়।

নুরুল হক নুর ১৬ মাস ধরে কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা কক্ষের ভাড়া দিচ্ছেন না এবং তাকে কক্ষ ছাড়তে নোটিস দিলে তিনি সেটি দখল করে নেওয়াসহ নানা হুমকি দিচ্ছেন-এমন অভিযোগ এনে ওই মামলা করা হয়। মামলায় নুরের নেতৃত্বাধীন অংশের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁনসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৭৫ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ৬০ হাজার টাকা।


ফাইল ছবি (সংগৃহীত)

এ ঘটনায় সংবাদ সম্মেলন করে নুর বলেছেন, চুক্তি অনুযায়ী তাকে উচ্ছেদের আগে ছয় মাস সময় দেওয়ার কথা। তাকে ওই সময় দিতে হবে। ১৬ মাস ভাড়া না দেওয়ার বিষয়ে তার দাবি, ভবন মালিক এখন যে ভাড়ার কথা বলছেন, সেটি দলকে অনুদান হিসেবে দেওয়ার কথা জানিয়েছিলেন।

ডাকসুর সাবেক ভিপি নুর তার রাজনৈতিক দল গঠনের সময় এই ভবন মালিক মিয়া মশিউজ্জামানকেও কেন্দ্রীয় কমিটিতে নেন।

আরো পড়ুন:রোববার ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক আর বিদেশ থেকে তোলা টাকার হিসাব না দেওয়ার অভিযোগ তুলে দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক রেজা কিবরিয়া সম্প্রতি নুরের বিরুদ্ধে অভিযোগ তোলেন। এরপর মশিউজ্জামান এই পদক্ষেপ নিলেন।

নুররা দল থেকে কিবরিয়াকে বের করে দেওয়ার উদ্যোগ নিলে সম্প্রতি ভবন মালিক নুরদেরকে উচ্ছেদের নোটিস দেন।

এম/


মামলা গণঅধিকার পরিষদ ভিপি নুর

খবরটি শেয়ার করুন