শাকিল খান। ফাইল ছবি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনে নৌকার প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক শাকিল খান।
সোমবার (২৮ আগস্ট) বিকেলে মোংলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক শোকসভায় এই আগ্রহের কথা জানান তিনি।
আরো পড়ুন: চলচ্চিত্র থেকে কেন সরে দাঁড়ালেন শাকিল খান, জানালেন কারণ
এসময় শাকিল খানের সাথে আরো তিনজন বাগেরহাট-৩ আসনে নৌকার প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তারা হলেন শেখ আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার ও স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ আবু হানিফ। বর্তমানে বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বেগম হাবিবুন নাহার তালুকদার।
শোকসভায় বক্তব্য প্রদানকালে মনোনয়ন প্রত্যাশীরা বলেন, তাদের ৪ জনের মধ্যে একজনকে নৌকার প্রার্থী করা হলে নৌকা জিতবে। এছাড়া অন্য কাউকে নৌকা দেয়া হলে এখানে অর্থাৎ মোংলা-রামপালের নদীতে সেই নৌকা চলবেনা। তাতে নৌকার ভরা ডুবি হবে। তাই নৌকার মাঝি পাল্টাতে হবে।
সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এম.এস.এইচ/
খবরটি শেয়ার করুন