ছবি : সংগৃহীত
জাতীয় অর্থোপেডিকস হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর) হাসপাতালে নানা অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) অভিযান চালিয়েছে দুদক।
অভিযানে হাসপাতালে ইন্টার্নশিপ করতে আসা প্রশিক্ষণার্থীদের থেকে নিয়মবহির্ভূতভাবে টাকা আদায়ের অভিযোগের সত্যতা মেলে। সার্জারি ফির অতিরিক্ত টাকা গ্রহণ, নার্সদের কাছ থেকে টাকা আদায়সহ বহির্বিভাগে অনিয়মের অভিযোগ থাকলেও দুদকের অভিযানে এর সত্যতা মেলেনি।
আরো পড়ুন: দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত
দুদক সূত্রে জানা যায়, এনফোর্সমেন্ট ইউনিটের সদস্যরা প্রথমে ছদ্মবেশে রোগী এবং স্টাফদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে কথা বলেন নিটোর যুগ্ম পরিচালকসহ অভিযোগ সংশ্লিষ্টদের সঙ্গে। এছাড়া রেকর্ডপত্র যাচাই করে জানা যায় যে, ইন্টার্নশিপে আসা প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়। তবে সেই টাকা ব্যয় হয় প্রশিক্ষণ সংশ্লিষ্ট কাজে। এ সংক্রান্ত একটি নীতিমালা তৈরি চলমান বলে দুদক টিমকে জানায় নিটোর কর্তৃপক্ষ।
এইচআ/আই.কে.জে