ছবি-সংগৃহীত
বন্ধু অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এতেই সমাজ মাধ্যমের পাতায় চলছে তুমুল সমালোচনা। নেটিজেনরা যেন এ বিয়ে কিছুতেই মেনে নিতে পারছেন না। পরম-পিয়াকে নিয়ে যেমন চলছে জোর চর্চা, তেমন অনুপম রায়ও রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনুরাগীরা তাকে সান্ত্বনা দিয়ে নানারকম লেখা লিখছেন ফেসবুকে।
জনপ্রিয় গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী, পিয়াকে বিয়ে করায় অনুপমের ‘ঘর ভাঙার’ কারণ হিসেবে পরমব্রত,এমন দাবিও করছেন অনেকে। এরই মধ্যে এক অভিনেতা জানিয়েছেন, প্রাক্তন স্ত্রী-র বিয়ের খবরকে নাকি ‘গুড নিউজ’ বলেছিলেন গায়ক। তবে অনুপম জানান তাকে জানানো হয়নি।
আরো পড়ুন: এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন চিত্রনায়িকা মাহি
ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে পিয়ার-ঘনিষ্ঠ অভিনেতা ঋতব্রত জানান, পরমব্রত-পিয়ার বিয়ের কথা অনুপমকে জানানো হয়েছিল। প্রাক্তন স্ত্রী-র বিয়ের খবরকে নাকি ‘গুড নিউজ’ বলেছিলেন অনুপম!
তবে সংবাদমাধ্যমকে অনুপম জানান, ‘না আমাকে এই বিষয়ে কেউ কিছু জানায়নি।’ এই ব্যাপারে কথা বলার আগ্রহ বিশেষ দেখাননি গায়ক।
এদিকে এমন কথা শুনে খানিক হতাশ হন অনুপম-ভক্তরা। অনেকে বলেন, ‘তুমি অন্য কারুর গল্পে নায়িকা’, অনুপমের লেখা এই লাইন এখন বাস্তব।
টালিউডের অন্যতম ‘হ্যাপি কপল’ হিসাবে পরিচিত ছিলেন অনুপম-পিয়া। তাদের সাজানো সংসার এভাবে খড়কুটোর মতো ভেসে গেল কেন? দু-বছর ধরে সেই জবাব অধরাই।
বসন্তের সন্ধ্যার আলাপে শুরু বন্ধুত্ব, তারপর প্রেম আর পরবর্তীতে ২০১৫ সালে সাত পাক ঘুরে পূর্ণতা পেয়েছিল সম্পর্ক। এরপর ২০২১-এর ১১ই নভেম্বর টুইটারে (এখন এক্স) যৌথ বিবৃতি দিয়ে বিয়ে ভাঙেন অনুপম-পিয়া।
এসি/ আই. কে. জে/