রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের পাঁচশ’ ওয়ানডে জয়, যাদের আছে এই কীর্তি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে শুরুতে ব্যাট করে ২৮৮ রান তুলেছিল কিউইরা। স্বাগতিক পাকিস্তান ৫ উইকেটের জয় তুলে নিয়েছে। 

ব্ল্যাক ক্যাপসদের হয়ে ডার্লি মিশেল ১১৩ রানের ইনিংস খেলেন। এছাড়া ওপেনার উইল ইয়ং করেন ৮৬ রান। জবাবে পাকিস্তানের ফখর জামান ১১৭ রান করেন এবং উমাম উল ৬০, বাবর আজম ৪৯ ও মোহাম্মদ রিজওয়ান ৪২ রান করে দলকে জিতিয়েছেন। 

কিউইদের হারিয়ে ওয়ানডে ফরম্যাটে ৫০০তম জয় পেয়েছে পাকিস্তান। বিশ্বের তৃতীয় দল হিসেবে পাঁচশো ওয়ানডে জিতেছে দলটি। 

আরো পড়ুন: সিঙ্গাপুর প্রবাসীরাই মেয়েদের প্রেরণা

সবার আগে পাঁচশ’ ওয়ানডে জিতেছে অস্ট্রেলিয়া। তারা ৯৭৮ ম্যাচ খেলে জয় পেয়েছে ৫৯৪টি। নয় ম্যাচ টাই হয়েছে। বাকি ম্যাচগুলো হেরেছে সবচেয়ে বেশি ওয়ানডে বিশ্বকাপ জেতা অজিরা। দ্বিতীয় অবস্থানে আছে ভারত। তারা সর্বাধিক ১০২৯ ওয়ানডে ম্যাচ খেলে জয় পেয়েছে ৫৩৯টিতে। তাদেরও নয় ম্যাচ টাই হয়েছে। 

পাকিস্তান পাঁচশো ওয়নডে জয়ের পথে ৯৪৯ ম্যাচ খেলেছে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ৪১১ এবং শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা সমান ৩৯৯ ম্যাচে জয় পেয়েছে। ইংল্যান্ডও ৪০০তম ওয়ানডে জয়ের কাছাকাছি আছে। তাদের ওয়ানডে জয়ের সংখ্যা ৩৯২টি।

এম/


 

পাকিস্তান ওয়ানডে জয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন