রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

পার্টিতে বসেই ছুটির আবেদন, ভাইরাল সিইও’র জবাব

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪২ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি: প্রতীকী

বন্ধুদের সঙ্গে রাতভর পার্টি করতে গিয়েছিলেন সফটওয়্যার কোম্পানির এক কর্মী। রাত ফুরিয়েছে কিন্তু শেষ হয়নি পার্টি। এদিকে সকালে উঠেই যেতে হবে অফিসে। কোনো উপায় না পেয়ে পার্টিতে বসেই অফিসের বসের কাছে ছুটির আবেদন জানান তিনি। হোয়াটসঅ্যাপে সেই কর্মী এবং কোম্পানীর প্রধান নির্বাহীর কথপোকথন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দিল্লিভিত্তিক সফটওয়্যার কোম্পানি আনস্টপের প্রধান নির্বাহী (সিইও) অঙ্কিত আগারওয়াল নিজেই লিংকডইনে শেয়ার করেছেন কর্মীর সঙ্গে তার কথপোকথনের স্ক্রিনশট। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, আজ সকালে হোয়াটসঅ্যাপে এটি আমার কাছে এসেছে।

স্ক্রিনশটে দেখা যায়, ওই কর্মী পার্টিতে থাকার কারণ দেখিয়ে বসের কাছে ছুটির আবেদন জানাচ্ছেন। আর সঙ্গে সঙ্গেই তা অনুমোদন করছেন সিইও।

ক্যাপশনে অঙ্কিত আগারওয়াল লিখেছেন, পার্টি শেষ না হওয়ায় কর্মী ছুটি চাইছেন। এই সংকোচহীনতা একটি দলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনি আপনার দলকে বিশ্বাস করতে পারবেন এবং তারাও নিশ্চিত হবে যে, আপনি তাদের সমর্থন করবেন।

তিনি বলেন, সহকর্মীরা যখন একে অপরের সঙ্গে খোলামেলা এবং সৎ থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে, তখন এটি বিশ্বাসের একটি ভিত্তি তৈরি করে। বিষয়টি আরো ভালো যোগাযোগ, সহযোগিতা এবং সামগ্রিক সাফল্যের দিকে নিয়ে যেতে পারে।

পোস্টটি শেয়ার হওয়ার পর দ্রুতই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অফিস প্রধানের এমন মনোভাব ও বন্ধুত্বপূর্ণ জবাবের ভূয়সী প্রশংসা করেছেন বেশিরভাগ ব্যবহারকারী। বসের কাছে ছুটি চাইতে গিয়ে নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন কেউ কেউ।

আরো পড়ুন: সমুদ্রের নিচে বিশ্বের ‘সবচেয়ে বড়’ কবরস্থান

একজন লিখেছেন, এটাই দেখার দরকার ছিল। আমার অতীত কাজের অভিজ্ঞতায় এমন কিছু উদাহরণ রয়েছে, যেখানে আমার দল এবং আমি সৎ ছিলাম এবং ম্যানেজারকে আমাদের ছুটি চাওয়ার কারণগুলো জানিয়েছিলাম। হতে পারে তা বিয়ের অনুষ্ঠানে যোগদানের জন্য সপ্তাহান্তের ছুটি; অথবা মানসিকভাবে ক্লান্ত ছিলাম, অর্থাৎ কিছু না করার জন্যই ছুটির দরকার ছিল। কিন্তু পরিবারের কেউ হাসপাতালে ভর্তি বা মারা না যাওয়া পর্যন্ত আমাদের একটা দিনের ছুটি দেওয়া হয়নি!

আরেকজন লিখেছেন, এটাই হলো সত্যিকারের দল গঠন, দলনেতা ও নেতৃত্ব। একজন বস ও তার কাজের অংশীদারদের মধ্যে এ ধরনের বন্ধুত্বের সাক্ষী হওয়া সত্যিই চমৎকার।

সূত্র: এনডিটিভি

এইচআ/ আই. কে. জে/ 








ভারত ভাইরাল পোস্ট ছুটি বেসরকারি চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250