শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পেঁয়াজের দাম বেশি নেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৬ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পেঁয়াজের কেজিতে ২৫ টাকা বেশি দাম নেওয়ায় নুরনবী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও ভাউচার না রাখায় আরও তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার বসুরহাট বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভুইঁয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার অস্থিতিশীল করতে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সরকারের ধার্যকৃত মূল্যে পণ্য বিক্রি করছে না বলে খবর পান ইউএনও মো. মেজবা উল আলম ভুইঁয়া। পরবর্তীতে অভিযানে গিয়ে ৮৫ টাকার পেঁয়াজ ১১০ টাকা বিক্রি করার অপরাধে নুরনবী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন প্রতিষ্ঠানকে আরও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কোম্পানীগঞ্জ থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।


ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভুইঁয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকির জন্য বাজার মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সরকারের ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি ও ভাউচার না রাখায় চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

এসকে/ 

জরিমানা পেঁয়াজের দাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সরকারি নির্ধারিত মূল্য অতিরিক্ত দামে পণ্য বিক্রি

খবরটি শেয়ার করুন