রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

প্রথম নারী চেয়ারপার্সন পাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নতুন এক পরিচালক পাচ্ছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। তাদের বর্তমান চেয়ারপার্সন মার্টিন স্নেডেন দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। তার জায়গায় নতুন প্রধান হবেন নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির প্রধান ডিয়ানা পুকেতাপু লিন্ডন। আর এরই মাধ্যমে ১২৯ বছরের মধ্যে প্রথম নারী বোর্ড প্রধান পাচ্ছে নিউজিল্যান্ডের ক্রিকেট। 

স্নেডেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। এখনও তার একবছর বাকি রয়েছে চলতি মেয়াদের। তবে সেটা শেষ হওয়ার আগেই সরে যাচ্ছেন স্নেডেন। জানিয়েছেন, লিন্ডনের দায়িত্ব গ্রহণ সহজ করতে পদত্যাগ করছেন।

দায়িত্ব ছাড়ার বিষয়ে স্নেডেন জানিয়েছেন, বোর্ডের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, একই সাথে আইসিসিতে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতিনিধির দায়িত্ব থেকেও সরে দাঁড়াব। নতুন নেতৃত্বকে দায়িত্বের সুযোগ দিতে, সুশাসনের উত্তরাধিকার পরিকল্পনার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছি।

তবে আইসিসিতে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতিনিধি থাকা হচ্ছেনা লিন্ডনের। স্নেডেণ নিজেই জানিয়েছেন, নিউজিল্যান্ডের সাবেক টপঅর্ডার ব্যাটার রজার টোসে আইসিসিতে বোর্ডের দায়িত্ব পালন করবেন।

ক্রিকেটের সঙ্গে সংযুক্তি প্রথম হলেও নিউজিল্যান্ডের ক্রীড়াঙ্গনে বেশ পরিচিত এক নাম লিন্ডন। এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করছেন। বর্তমানে দেশটির অলিম্পিক কমিটির প্রধান এবং আমেরিকা কাপ সেইলিং ক্যাম্পেইনের চিফ ফিন্যান্সিয়াল অফিসারের দায়িত্ব পালন করছেন। ওয়ার্ল্ড মাস্টার গেমসের পরিচালক পদেও ছিলেন তিনি। এছাড়া ২০১৭ সালে নিউজিল্যান্ড ক্রিকেটের সার্ভিং ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন।

এসকে/ 

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড প্রথম নারী চেয়ারপার্সন ডিয়ানা পুকেতাপু লিন্ডন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250