সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে ২৪ প্রার্থীর রিট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে প্রার্থিতা বাতিলে সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ২৪ প্রার্থী। রোববার ও সোমবার (১০ই ও ১১ই ডিসেম্বর) তারা তাদের প্রার্থিতা ফিরে পেতে এ আবেদন করেছেন।

গত ১০ ডিসেম্বর (রোববার) ও ১১ ডিসেম্বর (সোমবার) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসব রিট আবেদন দায়ের করা হয়েছে। হাইকোর্টের রিট শাখা থেকে এ তথ্য জানা গেছে।

রিট আবেদনকারী প্রার্থী হলেন, স্বপন কুমার সরকার, রাজবাড়ী সদর। সুব্রত চন্দ্র সরকার, নেত্রকোনা-২। খন্দকার আহসান হাবিব, টাঙ্গাইল সদর। জয়নাল আবেদীন, নারায়ণগঞ্জ সদর। মুহম্মদ খাইরুল বাশার লাভলু, নরসিংদী-৫। মো. মোস্তফা জামাল, ঢাকা-১৫। সুলতান মাহমুদ, জয়পুরহাট। জাকির হোসেন, সিলেট-৩। মো. শামীম মিয়া, নেত্রকোনা-৫। নূর মোহাম্মদ মিয়া, শরীয়তপুর-৩। মোহাম্মদ আমিনুল ইসলাম, নরসিংদী-৫। সোহেল রানা, সাভার।

জয়নাল আবেদীন, দল: জাতীয় পার্টি, মুন্সিগঞ্জ-২। মো. ইউসুফ পারভেজ, দল: বিএনআরপি, ঝিনাইদহ সদর। নুরুল আলম, দল: বাংলাদেশ সুপ্রিম পার্টি, কক্সবাজার-৩। চৌধুরী এবাত নুর, কক্সবাজার-১। নুরুল করিম আফসার, চট্টগ্রাম- ৬। এস এম আশিক বিল্লাহ, ঢাকা-১০। সালমা আক্তার শিল্পী, পটুয়াখালী-৩। প্রভেসর আবু সাঈদ, পাবনা-১। মীর এনায়েত হোসেন মন্টু, টাঙ্গাইল-৭। হোসাই মোহাম্মদ ইসলাম, যশোর-৬। এস এম এনায়েত করিম, পটুয়াখালী-২। মো. শাহানাজ ব্যাপারী, চাঁদপুর-৫।

ওআ/


হাইকোর্ট

খবরটি শেয়ার করুন