ছবি: সংগৃহীত
বলিউডের আবেদনময়ী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া কিছুদিন আগে হলিউড সুপারস্টার স্যাম হিউহানের সঙ্গে জুটি বেঁধে ‘লাভ অ্যাগেইন’ সিনেমার শুটিং শুরু করেছিলেন। সেই সিনেমাটি ৫ মে আমেরিকার পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যেখানে প্রিয়াঙ্কা চোপড়া মিরা রে চরিত্রে বাগদত্তার অভিনয় করেছেন।
যারা ঘরে বসে অনলাইনে এ সিনেমাটি দেখার আশা করছেন, তাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। যেহেতু সিনেমাটি সনি পিকচার্সের মাধ্যমে বিতরণ করা হয়েছে, তাই এটি নেটফ্লিক্সের অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে।
আরও পড়ুন: মাদক না ছাড়ায় নোবেলকে তালাক দিলেন স্ত্রী সালসাবিল
উল্লেখ্য ‘লাভ অ্যাগেইন’ সিনেমাটি মূলত রোম্যান্টিক এবং কমেডি ধাঁচের একটি সিনেমা। এ সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আর অভিনয় করেছেন জোনাস, স্যাম হিউহান, সেলিন ডিওনসহ অন্যান্য গুণী অভিনয়শিল্পীরা। জেমস সি স্ট্রৌসের রচনা ও পরিচালনায় এটি জার্মান এক সিনেমার রিমেক।
এসি/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন