ছবি: সংগৃহীত
ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট’ (এফএলটিএ) প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্র সরকারের ফুলব্রাইট প্রোগ্রামটি বেশ জনপ্রিয়।
দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আর্থিক সহায়তায় ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই) এই প্রোগ্রাম পরিচালনা করে।
আরো পড়ুন: এসএসসির ফল জুলাইয়ের শেষ সপ্তাহে
আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ইংরেজি, আমেরিকান স্টাডিজ, ইংরেজি সাহিত্য, বাংলা ভাষা বা এ-সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক হতে হবে। তবে শিক্ষকতার অভিজ্ঞতা সাত বছরের বেশি হওয়া চলবে না।
বাংলাদেশের স্বীকৃত কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষা টোয়েফলে ৮০ স্কোর অথবা আইইএলটিএসে ৭.০ স্কোর থাকতে হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
এসি/ আইকেজে