ছবি-ফাইল
বলিউডের আসন্ন সিনেমা ‘দ্য আর্চিস’। বলিউডের জনপ্রিয় স্টার কিডসদের নিয়ে ছবিটি পরিচালনা করেছেন জোয়া আখতার। আর এই ছবি দিয়েই বলিউডে অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খান, জাহ্নবীর বোন খুশি কাপুর, বচ্চন পরিবারের নাতি অগস্ত্য নন্দা। এই স্টার কিডরাই এই ছবির মূল আকর্ষণ।
সিনেমাটি ঘোষণার পর থেকেই মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল দর্শক। অবশেষে আজ প্রকাশ পেল সিনেমাটির ট্রেলার। মাত্র ১৭ বছর বয়সী কিছু স্কুল পড়ুয়াকে নিয়েই এই ছবির গল্প সাজিয়েছেন জোয়া।
ষাটের দশকের প্রেক্ষাপটে তৈরি ‘দ্য আর্চিস’-এ উঠে আসবে আর্চি, বেটি, ভেরোনিকাদের নিখাদ প্রেম, বন্ধুত্ব আর সবুজের জন্য লড়াইয়ের গল্প! রিভারডেল শহরের স্কুল পড়ুয়ারা তাদের জীবনের সেরা সময় কাটাচ্ছে, আর সেখানেই লন্ডন থেকে সদ্য ফিরেছে ভেরোনিকা।
ছবিতে আর্চি অ্যান্ড্রুসের চরিত্রে অভিনয় করছেন অগস্ত্য়। মিউজিকই তার ধ্যান-জ্ঞান। যদিও সেই বিষয়ে খুব একটা সায় নেই পরিবারের। ভেরোনিকা না বেটি, দুজনের প্রতিই আকর্ষণ রয়েছে আর্চির? দুই বেস্ট ফ্রেন্ড বেটি আর ভোরোনিকার সঙ্গেই ফ্লাটিং মজে থাকে সে।
আরো পড়ুন: দুবাইয়ে গিয়ে স্বপ্ন পূরণ করতে এ কি করলেন মিমি!
আর্চি তুমি কার? সেই বিষয়টা বোঝার আগেই নতুন মোড় নেয় গল্পের! ভেরোনিকা অর্থাৎ সুহানা খানের বড়লোক বাবা রিভারডেলের গ্রিন পার্ক কেটে সেখানে একটি গ্র্যান্ড হোটেল তৈরির পরিকল্পনা গ্রহণ করে।
এখানেই শেষ নয়, বেটির বাবার বইয়ের দোকান বন্ধের কারণও ভেরোনিকার বাবার স্বপ্নের প্লাজা। এর জেরেই বন্ধুত্বে ফাটল ধরে দুজনের। বাবার ভুলের জন্য ভেরোনিকাকে দোষারোপ করে বন্ধুরা। আর ভেরোনিকা প্রতিবাদ জানালে তার বাবা বোঝানোর চেষ্টা করে, এটা ব্যবসা।
কিন্তু হতাশ ভেরোনিকা বাবার বিরুদ্ধে চলে যায়। সে স্পষ্ট জানায়, ‘আমার বন্ধুরা তোমার জন্য আমাকে ঘৃণা করছে, আর এটা আমার কাছে পার্সোনাল’। যে কোনও মূল্যে গ্রিন পার্ক বাঁচাতে মরিয়া হয়ে পড়ে আর্চি আর তার বন্ধুরা।
নাচা-গানা, ত্রিকোণ প্রেমকে ছাপিয়ে জোয়ার গল্প সবুজ বাঁচানোর আন্দোলনই যেন মুখ্য হয়ে ওঠে। এমন দৃশ্যই ট্রেলারে নজর কেড়েছে সকলের।
আগামী ৭ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্য আর্চিস’। এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন মিহির আহুজা, ভেদাং রায়না, ডট এবং যুবরাজ মেন্দার।
সূত্র: হিন্দুস্থান টাইমস
এসি/ আই.কে.জে/