সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বর্ষপূর্তিতে দারাজের ‘৯-এর উল্লাস’ প্রচারণা

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ পথ পাড়ি দিয়ে ৯ বছরে পদার্পণ করল দেশের শীর্ষস্থানীয় মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। প্রতিষ্ঠাবার্ষিকীতে মানুষের কেনাকাটার উল্লাসের মাত্রা বাড়িয়ে দিতে দারাজ নিয়ে এসেছে নতুন ক্যাম্পেইন “৯-এর উল্লাস”। অগণিত ক্রেতা ও সহযোগীদের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে এই ক্যাম্পেইন আয়োজন করা হচ্ছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক আড়ম্বরপূর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়। 

“এইটা, ঐটা, যেইটা লাগে, সবই কিনুন দারাজ-এ” স্লোগান নিয়ে এই ক্যাম্পেইনটি চলবে সেপ্টেম্বর ২৪, ২০২৩ পর্যন্ত।

দারাজ জানিয়েছে, ক্রেতাদের জীবনযাপনের উপযোগী ফ্যাশন, বিউটি, মার্ট, মল, হোম অ্যান্ড লিভিং, লাইফস্টাইল, নিত্যব্যবহার্য পণ্যসহ দারাজের বিস্তৃত ক্যাটাগরি নিয়ে এই আয়োজন করা হয়েছে। এসব আয়োজন ক্রেতাদের কেনাকাটায় এক ভিন্নমাত্রা যোগ করবে।


দেশব্যাপী অগণিত শুভানুধ্যায়ীদের ধন্যবাদ দিয়ে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর এই ক্ষণে আমি দারাজের নয় বছরের যাত্রার কথা স্মরণ করতে চাই। ছোট একটি পরিসর থেকে দেশসেরা ই-কমার্স মার্কেটপ্লেস হয়ে উঠার গল্পটা অনেক রোমাঞ্চকর। এই সময়ে দারাজ নিজেদেরকে পরিণত করেছে, পেয়েছে আলিবাবার প্রযুক্তিগত ও লজিস্টিকাল সহায়তা, সাথে দূরদর্শী নেতৃত্বের দক্ষতা। এর মাধ্যমে আমরা আমাদের অ্যাপের ব্যবহারকে সহজ করতে সক্ষম হয়েছি আর আমাদের ক্রেতাদের দিয়েছি সর্বোত্তম কেনাকাটার অভিজ্ঞতা। সামাজিক উন্নয়নের পাশাপাশি আমরা পণ্যের গুণগত মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।” 

বর্ষপূর্তির এই প্রচারণায় ক্রেতাদের জন্য নির্দিষ্ট ক্যাটাগরিতে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে দারাজ। এ ছাড়া থাকছে হট ডিলস, নির্ধারিত ক্ষেত্রে ফ্রি ডেলিভারি, ফ্ল্যাশ সেল, নতুন ব্র্যান্ড চালু, এভরিডে লো প্রাইস, আর্লি বার্ড ভাউচার, মিস্ট্রি বক্স, অভাবনীয় ভাউচারসহ নানা রকম সুযোগ।

দারাজের প্রচারণার সহযোগী স্পনসর হয়েছে ইউনিলিভার, রেকিট, নেসলে, নিভিয়া, বাটা, লোটো, ফারনিকম, ইনফিনিক্স বিডি, ওরাইমো ও স্পোর্টসহাউস।

এ ছাড়া পেমেন্ট সহযোগী হিসেবে রয়েছে বিকাশ, নগদ, ইস্টার্ণ ব্যাংক, ইবিএল জিপ, এইচএসবিসি, সাউথইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। এ–সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে দারাজের ওয়েবসাইট থেকে।

সংবাদ বিজ্ঞপ্তি।

দারাজ বর্ষপূর্তি উল্লাস’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন