ছবি: সংগৃহীত
সুদানে সশস্ত্র সংঘর্ষের কারণে দেশটিতে ভ্রমণ না করার জন্য বাংলাদেশিদের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয় মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের জন্য এখন সুদান ভ্রমণ নিরাপদ নয়। এ কারণে সব বাংলাদেশি নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে এ পরামর্শটি অবগত করা হলো।
এদিকে এ ব্যাপারে দূতাবাসের পক্ষ থেকে সুদানে বসবাসরত বাংলাদেশিদেরও পরামর্শ দেওয়া হচ্ছে।
সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) লড়াইয়ে এখন পর্যন্ত বহু মানুষ নিহত হয়েছে। সংঘাত চলতে থাকায় রাজধানী খার্তুম ছেড়ে পালিয়ে যাচ্ছে মানুষ।
জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, লড়াইয়ে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ মরদেহগুলো রাস্তায় পড়ে আছে এবং সেগুলো সেখান থেকে উদ্ধার করা এ মুহূর্তে খুব বিপজ্জনক। চিকিৎসকদের একটি সিন্ডিকেট হতাহতদের পর্যবেক্ষণ করছেন। আহত অনেকে চিকিৎসার জন্য হাসপাতালেও যেতে পারছেন না। বিশ্বের বিভিন্ন দেশের সরকার সুদানে আটকে থাকা হাজার হাজার নাগরিককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা শুরু করেছে। আটকে পড়াদের মধ্যে জাতিসংঘের অনেক কর্মীও রয়েছেন।
২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া দেশটির দুই জেনারেলের বাহিনীর মধ্যে গত শনিবার সহিংসতা শুরু হয়। সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের ও তার ডেপুটি মোহাম্মদ হামদান ডাগলো নেতৃত্বাধীন আরএসএফ সদস্যদের মধ্যে এই সহিংসতা ছড়িয়ে পড়েছে। গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে চূড়ান্ত চুক্তির মূল শর্ত ছিল আরএসএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূতকরণ। কিন্তু আরএসএফ এখনই একীভূত হতে চায় না। তারা এর জন্য অন্তত ১০ বছর সময় চায়।
এম/
আরো পড়ুন:
খবরটি শেয়ার করুন