শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তান- বাংলাদেশ টেস্ট সিরিজ

বাংলাদেশে পৌঁছেছে আফগানিস্তান দল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ১০ই জুন ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এক টেস্টের সিরিজ। একমাত্র টেস্ট খেলতে দুই ভাগে ঢাকা পৌছানোর কথা আফগানদের। তার মধ্যে প্রথম বহর ইতোমধ্যে পৌঁছে গেছে ঢাকায়। দ্বিতীয় বহরও আসার কথা আজই।

ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে আফগানরা দলে পাচ্ছে না তারকা লেগ স্পিনার রশিদ খান। এছাড়াও নেই আরেক স্পিনার মুজিবর রহমান। তাদের ছাড়াই প্রথম দফায় আফগানদের টেস্ট দলের ১০ জন পা রেখেছে ঢাকা মাটিতে। 

আজ শনিবার (১০ জুন) সকাল ১১ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আফগানদের প্রথম বহর। ঢাকায় নেমেই সোজা হোটেলের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করে আফগানিস্তানের ক্রিকেটাররা।

আগামীকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে আফগানিস্তান দলের। আগামী ১৪ জুন সকাল ১০টা থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। 

আরো পড়ুন: চমক রেখে দল ঘোষণা করল বাংলাদেশ

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড : হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), আফসার জাজাই, করিম জানাত, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, বাহির শাহ, নাসির জামাল, ইজারুল্লাহক নাভিদ, নিজাত মাসুদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, জহির খান, ইয়ামিন আহমদজাই। 

এম/


বাংলাদেশ আফগানিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন