সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের হলে প্রতিদিন ‘পাঠান’র ১৯৮ শো

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১০ই মে ২০২৩

#

বাংলাদেশে আগামী ১২ মে মুক্তি পাচ্ছে পাঠান।

জানুয়ারিতে ‘পাঠান’ মুক্তির পর সিনেমা হলগুলোতে দর্শকের যে ঢল নেমেছিল, তার সাক্ষী হয়েছে সিনে বিশ্ব। বলিউড বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে সর্বকালের সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবির খেতাবটি নিজের করে নিয়েছে শাহরুখ খানের এই সিনেমা। বিশ্বব্যাপী ঝড়ের পর সিনেমাটি এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে। 

আগামী ১২ মে দেশের প্রেক্ষাগৃহে উঠছে স্পাই-থ্রিলার-অ্যাকশন ধাঁচের এই সিনেমা। এর মধ্য দিয়েই আগামী শুক্রবার বলিউড বাদশাহর রাজকীয় প্রত্যাবর্তন দেখতে চলেছে বাংলাদেশের দর্শকরা। সিনেমাটি মুক্তির জন্য মন্ত্রণালয়ের অনুমতি, সেন্সর ছাড়পত্রসহ সব প্রক্রিয়া শেষ হয়েছে। সিনেমাটি মুক্তির জন্য মন্ত্রণালয়ের অনুমতি, সেন্সর ছাড়পত্রসহ সব প্রক্রিয়া শেষ হয়েছে।

পাঠানের আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন গণমাধ্যমকে বলেন, 'পাঠান সিনেমাটি সারাদেশের ৪১টি হলে প্রতিদিন ১৯৮টি শো চলবে। মুক্তির দিন ও দ্বিতীয় দিনের টিকিট শেষের পথে। নিজস্ব সার্ভারের আওতায় পাঠান মুক্তি দেওয়া হচ্ছে।'

তিনি আরও বলেন, 'ই-টিকেটিং ও বক্স অফিস থাকায় সহজেই বোঝা যাবে পাঠান কত টাকা আয় করবে। অগ্রিম টিকিট বিক্রির পর থেকে ভালো সাড়া ফেলেছে। আশাকরি এই ধারা অব্যাহত থাকবে।'

সিনেমা হল মালিকদের দীর্ঘদিনের চাওয়া ছিল হিন্দি সিনেমার আমদানি। বলিউডের পাঠান মুক্তির মাধ্যমে সেই চাওয়া পূরণ হচ্ছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল চলতি বছরের ২৫ জানুয়ারি। সিনেমাটি আরও করেছেন- দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়াসহ অনেকে।

আরো পড়ুন: শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন বুবলী

মুক্তির একমাসে সিনেমাটির আয় হাজার কোটি ছাড়ায়। বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবি হওয়ার গৌরব অর্জন করেছে পাঠান।

আশা করা হচ্ছে, ভারতে বক্স অফিসের সব রেকর্ড ভাঙার পর সিনেমাটি বাংলাদেশের বক্স অফিসেও সাফল্যের সাক্ষী হবে।

এম/

 

বাংলাদেশ মুক্তি পাঠান

খবরটি শেয়ার করুন