শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে ওনাব নেতৃবৃন্দের মতবিনিময়, সরকারি বিজ্ঞাপন দাবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সুখবর ডটকম

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু অনলাইন মিডিয়ার সহযোগিতা চেয়েছেন। বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠন ‌'অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)' নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। 

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। সব মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে যা যা করণীয়, বাণিজ্য মন্ত্রণালয় থেকে তা করা হবে। উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত দ্রব্যমূল্য যেন সহনীয় ও যৌক্তিক হয়, সেটি আমরা নিশ্চিত করব। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি। তাই সঠিক তথ্য প্রকাশ করার আহ্বান জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।

মতবিনিময় সভায় অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি মোল্লাহ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান ও আশরাফুল কবির নিবন্ধনপ্রাপ্ত অনলাইন মিডিয়ায় সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে তার সহযোগিতা কামনা করেন। 

প্রতিমন্ত্রী আলোচ্য বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। আহসানুল ইসলাম টিটু বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গঠন করতে তথ্যপ্রবাহ নিশ্চিত করে অপতথ্য ও অপপ্রচার মোকাবেলা করতে চায়। এই বিষয়ে তিনি অনলাইন মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। 

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নতুন বাণিজ্য প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে অনলাইন গণমাধ্যমের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলেন।

অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, ওনাবের সহসভাপতি সৌমিত্র দেব, যুগ্ম সম্পাদক মো. সিদ্দিকুর রহমান ও মো. আশরাফুল কবির এবং কোষাধ্যক্ষ মো. মোস্তাকিম সরকার, কার্যনির্বাহী সদস্য- রফিকুল বাসার, হামিদ মোহাম্মদ জসিম, খোকন কুমার রায় ও মহসিন হোসেন।

আই.কে.জে/ 

ওনাব বাণিজ্য প্রতিমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250