শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

বাণিজ্যিকভাবে মেট্রোরেল মতিঝিল যাবে ৩০ অক্টোবর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধনের দিন ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার যানজট নিরসনে চালু প্রকল্পটির ওই অংশের উদ্বোধন করবেন। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল।

তবে বাণিজ্যিকভাবে উত্তরা থেকে আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত ৩০ অক্টোবর চলাচল করবে বলে জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এজন্য সব ধরণের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

ডিএমটিসিএলে’র ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক গণমাধ্যমকে বলেন, আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধনের দিন ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এর পর দিনই বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল করবে। আমরা সব ধরণের প্রস্তুতি নিয়ে রেখেছি। পুরো রুট চলাচলের জন্য আমাদের টেকনিকেল কিছু বিষয় পরীক্ষা করতে হয় এগুলো করছি।

ডিএমটিসিএল জানায়, এমআরটি-৬ এর উত্তরা থেকে আগারগাঁও অংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের ‘সিস্টেম ইন্টিগ্রেশন’ কাজ সম্পন্ন হয়েছে। যে কারণে তিন দিন উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ ছিল।

মতিঝিল পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচলে বাকি মাত্র ১২ দিন। বাণিজ্যিকভাবে মেট্রোরেল পরিচালনার জন্য এখন চলছে সিমিউলিটর টেস্ট। অর্থাৎ কোন স্টেশনে কতক্ষণ ট্রেন থামবে, ট্রাকের বিভিন্ন বাঁকে কীভাবে ট্রেন নিয়ন্ত্রণ করা যাবে এসব বিষয়ে চূড়ান্ত টেস্ট চলছে। বাণিজ্যিক যাত্রা শুরু হলে কীভাবে তা নিয়ন্ত্রণ করা হবে সে হোমওয়ার্কও চলছে কন্ট্রোল সেন্টারে।

কীভাবে সিগন্যাল নিয়ন্ত্রণ করা যাবে, কমিউনিকেশন প্রক্রিয়া, রেলের ট্রাক সব মনিটর করা যাবে এখান থেকে। এমনকি কোনো যাত্রীর কারণে ট্রেনের দরজা বন্ধ করা না গেলে এখান থেকে মনিটর করে ব্যবস্থা নিতে পারবে। বাণিজ্যিকভাবে চলাচলের আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্টদের নিয়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরিদর্শন করবেন।
এসকে/

ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন মতিঝিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250