শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বিটিএস সদস্যরা সেনাবাহিনীতে যোগ দিলেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় ১৮-২৮ বছর বয়সী সব সক্ষম পুরুষের জন্য সেনাবাহিনী যোগদান করা বাধ্যতামূলক। বিশ্বের সবচেয়ে বড় পপ ব্যান্ড বিটিএস’র সদস্যরা দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছেন।  জানা যায় মঙ্গলবার (১২ই ডিসেম্বর) বিটিএস’র লিড ভোকাল জাং কুক ব্যান্ডের অন্য সদস্যদের সঙ্গে সেনাবাহিনীতে যোগ দিতে নথিভুক্তি করেছেন।

মাত্র চার সপ্তাহ আগেই নিউইয়র্কে নিজের একক ক্যারিয়ারে শিখরে ছিলেন কুক। জিমি ফ্যালনের টুনাইট শো’য়ে গিয়ে মাতান এই তারকা। পরদিন কনসার্টেও অংশ নেন। টাইমস স্কয়ারে একটি ভবনে ছাদে করা কনসার্টে ভক্ত অনুগারীদের চিৎকারের ভিডিও টিকটকে ভাইরাল হয়ে যায়।

গত কয়েক সপ্তাহে তিনি জাস্টিন টিম্বারলেক ও আশার’র সঙ্গে নিজের প্রথম অ্যালবাম ‘গোল্ডেন’ রিলিজ করেন। মুক্তির পরই বেশ কয়েকটি চার্টে শীর্ষ স্থান দখল করে নেয় কুকের গান। এছাড়া তার একক ড্যান্স সিঙ্গেল ‘স্ট্যান্ডিং নেক্সট টু ইউ’ টিকটকে ট্রেন্ডিং হয়েছে। কিন্তু যখনই তারকা হয়ে ওঠার দ্বারপ্রান্তে ছিলেন ঠিক তখনই ব্যারাকে যেতে সিওল ফিরে যান কুক।

আরো পড়ুন: জায়েদের ডিগবাজি বাদুড় নাচ, বললেন সোহেল রানা

এর কয়েক দিন পর ২৬ বছর বয়সী কুক এবং বিটিএস’র অন্য তিন সদস্য একটি পিজ্জা পার্টি করেন। সেটা লাইভস্ট্রিম করেন তারা। সেখানেই তারা জানান, তাদের ব্যান্ডের অপর তিন সদস্যের সঙ্গে সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় এসে গেছে।

তখন থেকেই ভক্তরা বিটিএস সদস্যদের চুল নিয়ে আলোচনায় মেতেছে। কেননা সেনাবাহিনীতে যোগ দিলে এমন তুলতুলে চুলের পরিবর্তে ‘এগহেড’ কাট দিতে হবে।

প্রসঙ্গত, প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার সঙ্গে এখনও ‘কার্যত’ যুদ্ধে আছে দক্ষিণ কোরিয়া। তাই দক্ষিণ কোরিয়ার অধিকাংশ পুরুষের ১৮ মাসের জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক। তবে বিটিএস সদস্যদের সেনাবাহিনীতে যোগদানের বয়স ৩০ বছর পর্যন্ত বাড়িয়ে ২০২০ সালে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে বিল পাস করা হয়।

সূত্র: খবর বিবিসি

এসি/ আই.কে.জে/



সেনাবাহিনী বিটিএস সদস্য

খবরটি শেয়ার করুন