শনিবার, ১১ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজা উপত্যকায় উল্লাস, বেদনাকে সঙ্গী করে ঘরে ফেরা উদ্‌যাপন *** সব উপদেষ্টাই তো বিদেশি নাগরিক: রুমিন ফারহানা *** ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশমুখী এলপিজির জাহাজ *** চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে গুজব, যা বললেন ছেলে জয় *** ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা সব সময় ধর্ম পালনকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করেন: স্বরাষ্ট্র উপদেষ্টা *** বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন *** ‘কারা লুঙ্গি তুলে চেক করে মানুষ মেরেছে, তা সবারই জানা’ *** শান্তিতে নোবেলজয়ী মারিয়া মাচাদোকে অভিনন্দন জানালেন ড. ইউনূস *** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে

বিটিএসের গায়ক ভি-কে বিয়ের প্রস্তাব! কি হাল হলো তরুণীর?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল ‘বিটিএস’। বিশ্বব্যাপী ব্যান্ডটির গায়কদের জনপ্রিয়তাও তুঙ্গে। বিশেষ করে উঠতি বয়সী তরুণ-তরুণীদের মধ্যে তাদের নিয়ে উন্মাদনাটা একটু বেশিই। বিটিএসের সবগুলো গানই প্রশংসনীয়। তবে এবার গান নয়, অন্য কারণে খবরের শিরোনামে এলেন বিটিএসের এক গায়ক।

জনপ্রিয় ব্যান্ড বিটিএসের গায়ক ভিকে হয়রানি করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে পুলিশের হেফাজতে আছেন ২০ বছর বয়সী ওই তরুণী। তিনি আগেও এই ভি-কে হয়রানি করেছেন বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণ কোরীয় সংবাদমাধ্যম কোরিয়া জুংঅ্যাং ডেইলি জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভির বাসার নিচে অপেক্ষা করছিলেন এক তরুণী। পরে লিফটে ভিকে অনুসরণ করেন এবং জোর করে তার বাসায় ঢোকার চেষ্টা করেন। এক পর্যায়ে বাসা থেকে সেই তরুণী পালিয়ে যায়। পুলিশ, সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে। 

আরো পড়ুন: কেন স্বামী রাজ কুন্দ্রের সঙ্গে অভিনয় করতে চান না শিল্পা!

পুলিশের ভাষ্য, ভি-কে বিয়ের রেজিস্ট্রেশন ফর্ম দেওয়ার জন্য তিনি কথা বলার চেষ্টা করেছিলেন।

বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক গত শুক্রবার সংবাদমাধ্যমকে জানিয়েছে, যারা শিল্পীদের গোপনীয়তা লঙ্ঘন করেন ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠেন, তাদের কোনোভাবেই বিটিএস ছাড় দেয় না।

গত ৮ সেপ্টেম্বর প্রথম একক অ্যালবাম ‘লেওভার’ প্রকাশ করেছেন ভি। অ্যালবামটি বিলবোর্ড হট ১০০ তালিকা ও বিলবোর্ড ২০০ অ্যালবাম তালিকায় জায়গা করে নিয়েছিল। এর আগে বিটিএসের সঙ্গে ‘স্টিগমা’ ও ‘ইনার চাইল্ড’ গানে নজর কেড়েছেন ভি।

এসি/ আই. কে. জে/



বিটিএস গায়ক ভি-কে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250