প্রতীকী ছবি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের ২১টি নিয়ম মেনে চলতে হবে এবং এগুলোর সবগুলোই পর্যবেক্ষকদের সহায়ক বলে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) এর অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
বুধবার (২৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে, বিদেশি পর্যবেক্ষক নীতিমালা নিয়ে পাঁচ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব এ তথ্য জানান। এতে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইন, এনবিআর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিদেশি পর্যবেক্ষকদের নীতিমালা প্রসঙ্গে অশোক কুমার সাংবাদিকদের বলেন, এ নিয়ে সামনে আরও বসা হবে। এরপর খসড়া কমিশন অনুমোদন করবে। যা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চূড়ান্ত হবে।
ইসি কর্মকর্তারা জানান, বুধবারের সভায় ভোট পর্যবেক্ষণে আসা বিদেশিদের আবেদন সীমা, প্রয়োজনীয় কারিগরি সুযোগ-সুবিধা ও প্রাক নির্বাচনী একটি প্রতিনিধি দলের সুপারিশ পর্যালোচনা করে নীতিমালা হালনাগাদের বিষয় আলোচনা করা হয়। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী প্রাক অনুসন্ধানী প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন। অক্টোবরে আসবে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল।
এদিকে, আগামী নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইইউর ‘যত খুশি নিরপেক্ষ পর্যবেক্ষক’ পাঠানোকে স্বাগত জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি বলছে, সেপ্টেম্বরের মধ্যে আবেদনগুলো এলে সুবিধা হয়। কারণ, আরও কিছু ফরমালিটিজ রয়েছে। এখানে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্সের বিষয় রয়েছে। নিরপেক্ষ অবজারভার পাঠালে, যত সংখ্যক ইচ্ছে পাঠাতে পারে। এতে কমিশনের কোনো আপত্তি নেই।
এর আগে, গত বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানান, আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষককে অনুমতি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইন ও নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত নির্বাচন পর্যবেক্ষণসংক্রান্ত নীতিমালা অনুসরণ করা হবে।
এম.এস.এইচ/
খবরটি শেয়ার করুন