সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিবাদ মিটিয়ে সালমানের ছবিতে অরিজিতের গান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৮ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

অবশেষে ৯ বছর পর দুই তারকার মান ভঞ্জন। সালমান খানের বাড়িতে দেখা গিয়েছিল অরিজিৎ সিংকে। তবে  জল্পনার শেষ করে নভেম্বরে আসছে সালমান খান আর ক্যাটরিনা কাইফের জুটিতে ‘টাইগার ৩’। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ‘লেকে প্রভু কা নাম’-এর একটা টিজার শেয়ার হয়েছে। যাতে সালমানের সঙ্গে দেখা মিলল ক্যাটরিনারও। তবে চমক রয়েছে অন্য জায়গায়। এই গান গেয়েছেন অরিজিৎ সিং।

‘প্রথম গানের প্রথম ঝলক… লেকে প্রভু কা নাম! আর হ্যাঁ এটাই হল অরিজিৎ সিং-এর প্রথম গান আমার জন্য়। পুরো গান আসছে ২৩ অক্টোবর। টাইগার ৩ সিনেমাহলে আসছে ১২ নভেম্বরে। মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল আর তেলুগুতে।’

অরিজিৎ আর সালমানের মধ্যে হওয়া ঝামেলা কারও অজানা নয়। প্রকাশ্য়েই বারবার ক্ষমা চাইতে দেখা গিয়েছে গায়ককে। তবে মন গলতে অনেকটাই সময় নিল সালমানের। যদিও কথাতেই তো আছে, শেষ ভালো যার সব ভালো তার। টাইগার ৩ দিয়েই একসঙ্গে আসছেন সালমান আর অরিজিৎ।

মিউজিক ডিরেক্টর প্রীতম এই গান নিয়ে পিঙ্কভিলাকে জানান, ‘সালমান আর অরিজিতের একসঙ্গে আসার অপেক্ষা বহুদিনের। 

একদিকে দেশের সবচেয়ে বড় সুপারস্টার সালমান আর অন্য দিকে, সিঙ্গিং সেনসেশন অরিজিৎ। এদের দুজনকে নিয়ে গান বানানোর অপেক্ষা অনেকদিনের।

শুধু তাই নয়, রিপোর্ট বলছে একটা নয়, দুটো গান থাকবে টাইগার ৩-তে সালমান খানের গলায়। ‘লেকে প্রভু কা নাম’ ডান্স নম্বর হতে চলেছে। তবে দ্বিতীয় গানটির ব্যাপারে এখনও জানা যায়নি বিস্তারিত। 

কদিন আগেই সালমান খানের অরিজিৎ সিং-এর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢোকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতেই অনেকের ধারণা হয়ে গিয়েছিল টাইগার ৩-তেই গান গাইছেন তিনি। 

কেউ আবার ভেবেছিলেন, বিষ্ণুবর্ধন বা করণ জোহরের সঙ্গে যে ছবিটি সালমান খান করতে চলেছেন, তাতে গান গাইবেন অরিজিৎ। তবে অতদিন আর অপেক্ষা করতে হবে না ভক্তদের।

আরো পড়ুন: ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন আল্লু অর্জুন!

এর আগে সুলতানের জন্য অরিজিত একটি গান গাইলেও তা সিনেমায় রাখেননি সালমান। যার পিছনে কারণ ছিল এক অ্যাওয়ার্ড শো-তে দুজনের মধ্যে হওয়া তু তু ম্যায় ম্যায়। শোনা যেত, এতদিন নাকি কোনও সিনেমার নির্মাতা ছবিতে অরিজিতের গান ব্যবহারের কথা বললেই নাকচ করে দিতেন ভাইজান। 

সালমানের সঙ্গে কাজের সুযোগ এতদিন অরিজিতের কাছে না এলেও, বলিউডের আরেক খান, কিং শাহরুখ খানের সঙ্গে পরপর কাজ করে চলেছেন বাংলার এই ছেলে। শাহরুখকে তো বলতেও শোনা গিয়েছে, ‘যাঁহা ম্যায়, ওঁহা অরিজিৎ দাদা’।

এসি/ আই.কে.জে/


অরিজিৎ সালমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন