ছবি: সংগৃহীত
বিশ্বকাপের বাকি আর ৪০ দিন। আগামী ৫ অক্টোবর ভারতের আহমেদাবাদে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে প্রতিটি দল ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রস্তুতি জোরদারের সেই ম্যাচের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিশ্বকাপের আগে ৪ দিনে মোট ১০ টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে আইসিসি। ভারতের তিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রতিটি দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
বিশ্বকাপের প্রস্তুতি পর্বের ম্যাচের সূচি:
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তুতিপর্বের সকল ম্যাচই হবে দিবারাত্রির সূচিতে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে প্রতিটি ম্যাচ। প্রস্তুতি পর্বের এই ম্যাচগুলোতে ১৫ জনের সকলকে খেলানোর অনুমতি দেওয়া হয়েছে।
খবরটি শেয়ার করুন