শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপের ভিসা প্রক্রিয়ায় সৌম্য থাকলেও মাহমুদউল্লাহ নেই

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেড়মাস বাকি আছে বিশ্বকাপের এর মাঝে এশিয়া কাপ। কিন্তু বাংলাদেশের ক্রিকেট দল এখন থেকেই বিশ্বকাপের জন্য নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। জাতীয় দলের ক্রিকেটাররা প্রস্তুতির অংশ হিসেবে ভারত যাবার জন্য ভিসার আবেদন করেছে।  

এবার ভিসার প্রক্রিয়া একটু বিশেষ নজর কাড়ল জাতীয় দলের রাডারে থাকা কয়েকজন ক্রিকেটারের কারণে। বিসিবির সূত্র জানিয়েছে, বিশ্বকাপের জন্য ২৫ জন ক্রিকেটারের ভিসা করিয়ে রাখছে তারা। এশিয়া কাপের দলে থাকা ১৭ জন তো আছেনই। সঙ্গে অপেক্ষমাণ তালিকায় আছেন আরও ৮ ক্রিকেটার। আর এই ২৫ জনের ক্রিকেটারের তালিকায় আছেন সৌম্য সরকারও। কিন্তু নেই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। 

সোমবার (২১ আগস্ট) ভিসা প্রক্রিয়া করতে যান জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এরপর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসসহ তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, সৌম্য এবং বাকি ক্রিকেটাররা গেছেন। 

জানা গিয়েছে, এদিন সবাই ভিসা করতে গেলেও পারিবারিক কারণে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ক্রিকেটারের মায়ের অসুস্থতাই তার না আসার কারণ বলে জানা গিয়েছে। অবশ্য তার বিকল্প হিসেবে ভাবতে থাকা শেখ মাহেদি কিংবা শামীম হোসেন পাটোয়ারী সেরেছেন ভিসা আবেদনের কাজ। সৌম্য ছাড়াও, এশিয়া কাপের স্কোয়াডে না থাকা ক্রিকেটারদের মধ্যে ভিসা আবেদন সম্পন্ন করেছেন খালেদ আহমেদ, রিশাদ হোসেন ও জাকির হাসান।

আর.এইচ

মাহমুদউল্লাহ রিয়াদ

খবরটি শেয়ার করুন