শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ২৮শে মে ২০২৩

#

বায়ার্ন মিউনিখ- ছবি: সংগৃহীত

১১ বছর পর প্রথম জার্মান বুন্দেসলিগা শিরোপা জয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল বরুশিয়া ডর্টমুন্ড। শেষ ম্যাচে নিজেদের মাঠে মেইঞ্জকে হারাতে পারলেই সব হিসাব-নিকাশ বাদ দিয়ে জার্মান চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা। কিন্তু দুর্ভাগ্য বরুশিয়ার। শেষ ম্যাচে এসে তারা গুরুত্বপূর্ণ ২টি পয়েন্ট হারিয়ে বসলো। মেইঞ্জকে হারাতে পারেনি তারা। উল্টো ড্র করেছে ২-২ গোলে।

বরুশিয়ার এই পরাজয়ের পরই বায়ার্ন মিউনিখের সামনে শিরোপা জয়ের রাস্তা খুলে যায়। এফসি কোলোনের মাঠে গিয়ে জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বায়ার্ন। হিসাব-নিকাশ তৈরি করাই ছিল। ভুল করেনি টমাস টুখেলের শিষ্যরা। কোলোনেকে ২-১ গোলে হারিয়ে টানা ১১তম শিরোপা জয় করে নিলো ভাবারিয়ানরা।

এবারের জার্মান বুন্দেসলিগায় হলো হাড্ডাহাড্ডি লড়াই। এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে শিরোপা জিতবে, তা নিশ্চিত ছিল না। একেবারে লিগের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে ফুটবলভক্তদের।

১৮ দলের লিগে প্রতিটি দলকে খেলতে হয়েছে ৩৪টি করে ম্যাচ। এই ৩৪ ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখ এবং বরুশিয়া ডর্টমুন্ড- দুই দলেরই পয়েন্ট সমান ৭১ করে। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে গেছে বায়ার্ন। বায়ার্ন গোল দিয়েছে মোট ৯২টি। হজম করেছে ৩৮টি। গোল ব্যবধান +৫৪। অন্যদিকে বরুশিয়া গোল দিয়েছে ৮৩টি, হজম করেছে ৪৪টি। গোল ব্যবধান +৩৯। এই ব্যবধানে এগিয়ে থেকেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হলো বায়ার্নের।

সৌভাগ্য ভর করেছিল বায়ার্নের ওপর। যেখানে ম্যাচটি তারা ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়বে, শিরোপা হাতছাড়া করার মানসিক প্রস্তুতিও নিয়ে ফেলেছে প্রায়, সেখানে পুরো আলিয়াঞ্জ এরেনাকে উৎসবে পরিণত করে দেন জামাল মুসিয়ালা।

৮৯তম মিনিটে তার করা গোলেই জার্মান বুন্দেসলিগায় টানা ১১তম চ্যাম্পিয়নশিপ ঘরে তুলে নিলো বায়ার্ন মিউনিখ। বলা যায় নাটকীয়ভাবেই জয় পেয়েছে বায়ার্ন। মুসিয়ালার গোলটি ছিল নাটকীয়ই। এই নাটকীয় গোল করেই বরুশিয়া ডর্টমুন্ডের হাত থেকে শিরোপাটি কেড়ে নিলো বায়ার্ন।

বায়ার্ন মিউনিখ শিরোপা জিতবে- এ আশা তাদের কোনো অন্ধসমর্থকও করেনি এবার। কিন্তু নাটকীয়ভাবে বরুশিয়ার ড্র এবং শেষ মুহূর্তে জামাল মুসিয়ালার গোল, পুরো চিত্রই পরিবর্তন করে দিলো। পুরো মৌসুমে যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, তার সমাপ্তি ঘটলো নাটকীয়তার মধ্য দিয়ে।

আরো পড়ুন: আজ আইপিএলের ফাইনাল

বায়ার্ন, বরুশিয়ার সঙ্গে জার্মান বুন্দেসলিগা থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে আরবি লেইপজিগ এবং ইউনিয়ন বার্লিন। তারা দু’দল হয়েছে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ। হার্থা বার্লিন এবং শাল্কে জিরোফোর- এই দুই দল রেলিগেটেড হয়ে নেমে গেছে ফাস্ট ডিভিশিন। এছাড়া ভিএফবি স্টুটগার্টকে খেলতে হবে রেলিগেশন প্লে-অফ।
কোলোনের মাঠে ম্যাচের ৮ম মিনিটে কিংসলে কোম্যানের গোলে এগিয়ে গিয়েছিল বায়ার্ন মিউনিখ। এই ১-০ গোলের ব্যবধান নিয়েই ম্যাচ গড়িয়ে যায় ৮১ মিনিট পর্যন্ত। ওই সময় গিয়ে পেনাল্টির দেখা পায় কোলোনে। স্পট কিক থেকে গোল করেন ডেজান লুবিসিস। ৮৯ মিনিটে নাটকীয় গোল করে জামাল মুসিয়ালা বায়ার্নকে শিরোপা উপহার দেন।

এম/

 

বায়ার্ন মিউনিখ

খবরটি শেয়ার করুন