ফাইল ছবি (সংগৃহীত)
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় চুয়াডাঙ্গার জীবননগরে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সংস্থাটির চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান চালান।
এ সময় জীবননগর বাজারে মেসার্স জীবননগর গ্যাস হাউসে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দোকানি ইকবাল উদ্দিনকে ৫০ হাজার ও মিনহাজ গ্যাস ঘরকে একই অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আলু, পেঁয়াজ ও ডিমসহ বিভিন্ন নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেছে।