সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বোরকা পরে পূজার কেনাকাটা করবেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৬ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন। পাশপাশি সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও।

আসন্ন হিন্দুধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনন্দকে আরও আনন্দঘন করতে কেনাকাটায় কমতি রাখতে চান না এই নায়িকা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব তথ্য দেন অপু বিশ্বাস

শোনা গিয়েছিল, শাকিব খানের সঙ্গে বিয়ের পর হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন অপু বিশ্বাস। হিজাব-বোরকা পরাও ধরেছিলেন। সেসব ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে হয়েছিলেন প্রশংসিত। তবে বিচ্ছেদের পর হিন্দু ধর্ম পালন করছেন তিনি। জানিয়েছেন, মৃত্যুর পর তাকে কবর নয়, দাহ করা হবে।

তবে নিজের স্বার্থে এখনও বোরকা পরেন অপু। নায়িকা হওয়ার সুবাদে অনুরাগীদের থেকে নিজেকে লুকাতে এই ধর্মীয় পোশাকের আশ্রয় নেন তিনি। সেই ধারাবাহিকতায়, পূজার কেনাকাটা করবেন বোরকা পরে।

তিনি জানান, বোরকা পরে শপিং করতে মার্কেটে যাবেন। পরিবার-পরিজনদের জন্য কেনাকাটা করবেন তিনি। সম্প্রতি রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে শো-রুম উদ্বোধনের সময় এমনটাই জানান এ চিত্রনায়িকা।

আরো পড়ুন: শুটিংয়ে কুপ্রস্তাব, নিজেকে যেভাবে রক্ষা করেছিলেন অভিনেত্রী!

অপু বিশ্বাস বলেন, ‘এবার পুজা ঢাকাতেই করব। জয়কে নিয়ে অনেক কিছু ভাবছি। আমাকে নিয়ে এখনও ভেবে উঠতে পারিনি। আরও দশদিন পর নিজেকে নিয়ে ভাবব। পূজা একটা ট্রেডিশনাল বিষয়। ওই ট্রেডিশনাল লুকটা আমি আসলে বারবারই আনতে চাই।

পূজার ওই ট্রেডিশনাল লুকটা ব্যক্তি জীবনে খুব একটা প্রেজেন্ট করা হয় না। পূজায় পরিবারের অনেকেই আছেন যাদের গিফট দিতে হয়। আমি বোরকা পরে এসে লুবাবায় শপিং করে যাব। ডিসকাউন্ট আমি হাতছাড়া করতে চাই না।’

এদিকে অপু বিশ্বাস সিনেমায় খুব কম অভিনয় করছেন। বিভিন্ন শো-রুম উদ্বোধন করেই ব্যস্ত সময় পার করছেন তিনি।

এস/ওআ


অপু বিশ্বাস বোরকা পূজা

খবরটি শেয়ার করুন