সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ব্রিকসের সদস্যপদ বৃদ্ধিতে সম্মত মোদী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

২০১৭ সালে ব্রিকস সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি

সর্বসম্মতিক্রমে ব্রিকস সদস্যপদ সম্প্রসারণের প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সাথে চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের উপস্থিতিতে তিনি বলেন যে, দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী শীর্ষ সম্মেলনে আফ্রিকান ইউনিয়নকে (এইউ) জি-২০ এর স্থায়ী সদস্য করার প্রস্তাব করা হবে। এতে প্রত্যেক সদস্যের সম্মতি থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

ব্রিকসের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ প্রদানের সময়, মোদী ব্রিকস মহাকাশ অনুসন্ধান দল তৈরিসহ আন্তঃব্রিকস সহযোগিতাকে জোরদার করার ক্ষেত্রে আরো ৫ টি পরামর্শ প্রদান করেন। ভারতের চন্দ্রযান-৩ এর সফল অভিযানের কয়েক ঘন্টা আগেই তিনি এ কথা বলেন। এছাড়া তিনি ব্রিকসকে সারাবিশ্বে ঐক্যের বার্তা পাঠানোরও আহ্বান জানান। 

ব্রিকস সদস্য বৃদ্ধির ব্যাপারে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদস্যপদ বৃদ্ধি ও নতুন সদস্য নির্বাচনের মানদণ্ড তৈরির ক্ষেত্রে ঐকমত্য তৈরিতে ভারত নেতৃত্ব দিচ্ছে।

ভারত মূলত মিশর ও সৌদি আরবের মতো কৌশলগত অংশীদারদের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে আগ্রহী।

ব্রিকস সমস্ত প্রতিবন্ধকতা ভেঙ্গে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করবে, নতুন উদ্ভাবনকে অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতকে নবরূপ দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ব্রিকসের সদস্য হতে ইচ্ছুক এমন দেশগুলোর জন্য বিভিন্ন মানদণ্ড নির্মাণ করছেন নেতারা। নতুন করে আরো ২৩ টি দেশ ব্রিকসের সদস্যপদ গ্রহণ করতে চাইছে। এ ব্যাপারে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, নতুন করে সদস্যবৃদ্ধির ফলে বিশ্বব্যাপী ন্যায়সঙ্গত শাসন প্রতিষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সদস্যপদ সম্প্রসারণের নির্দেশিকা সম্পর্কে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সম্মেলনে গ্লোবাল সাউথের দিকে দক্ষিণ আফ্রিকার সমর্থনের প্রশংসা করেন মোদী।

এম.এস.এইচ/

নরেন্দ্র মোদি ব্রিকস সম্মেলন

খবরটি শেয়ার করুন