শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা *** সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের *** ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে বাধা দেখছেন না নজরুল ইসলাম খান *** আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য: প্রধান উপদেষ্টা *** শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বদরুদ্দীন উমর *** আমেরিকার সঙ্গে শুল্ক আলোচনায় বাণিজ্য উপদেষ্টা নিজের যোগ্যতা প্রমাণ করেছেন: জ্বালানি উপদেষ্টা

বয়স থাকবে হাতের মুঠোয়, উপচে পড়বে ত্বকের জেল্লা!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ৩রা জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ত্বকের যত্নে ফেস সিরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে তৈরি ফেস সিরাম দিয়েও ত্বকের যত্ন নিতে পারেন। কী ভাবে বানাবেন এই ফেস সিরাম, ধাপে ধাপে শিখে নিন।

ফেস সিরাম একটি গুরুত্বপূর্ণ স্কিনকেয়ার প্রোডাক্ট। এটি আপনার ত্বককে ভালো রাখে। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। জেল্লাও থাকে অটুট। তাই আপনার স্কিন কেয়ার রুটিনে ফেস সিরাম যোগ করতে ভুলবেন না।

বাজারচলতি যে কোনও ফেস সিরাম ব্যবহার করতে পারেন আপনি। কিন্তু আপনি যদি সেই সব ফেস সিরাম ব্যবহার না করতে চান, তবে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। কীভাবে বানাবেন? ৪টি ফেস সিরামের রেসিপির সন্ধান দিলাম আমরা…

এই ফেস সিরাম তৈরি করার জন্য়ে প্রয়োজন এক চামচ রোসহিপ অয়েল এবং এক চামচ জোজোবা অয়েল। ১০ ফোঁটা ভিটামিন ই অয়েল এবং ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। এই প্রতিটি উপাদান একটি গ্লাস বটলে ভরে নিন। ড্রপার ব্যবহার করুন।

প্রতিবার মুখে লাগানোর আগে একবার করে বোতলটি ঝাঁকিয়ে নেবেন। ভিটামিন ই আপনার ত্বকের জন্যে খুবই উপকারী। এর অ্যান্টি-অক্সিড্যান্ট গুণ অক্সিডেটিভ স্ট্রেসের থেকে ত্বককে রক্ষা করবে। ফলে, সহজে মুখে বয়সের ছাপ পড়ে না।

ব্রাইটেনিং সিরাম-

এই ফেস সিরাম আপনার ত্বকের কালিভাব সরিয়ে প্রাকৃতিক জেল্লা ফেরাতে সাহায্য করবে।

সিরাম তৈরি করার জন্যে আপনার প্রয়োজন এক টেবিল চামচ গ্রেপসিড অয়েল, এক টেবিল চামচ জোজোবা অয়েল, ৪ ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েলের। একটি কাচের শিশিতে এই প্রতিটি উপকরণ মিশিয়ে নিন। ব্যবহারের আগে ঝাঁকিয়ে নিতে ভুলবেন না।

হাইড্রেটিং সিরাম-

​ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এই হাইড্রেটিং সিরাম ব্যবহার করুন। একটি কাচের বোতলে ১ চামচ আর্গন অয়েল, ১ চামচ রোজহিপ অয়েল এবং ১০ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন।

প্রতিটি উপকরণ ভালো করে মেশান। ড্রপারের সাহায্যে মুখে ব্যবহার করুন। একাধিক গবেষণায় দেখা গিয়েছে যে, ল্যাভেন্ডার অয়েল আপনার ত্বকের জন্যে খুবই উপযোগী। বিশেষ করে মুখের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

নরিশিং সিরাম-

এই সিরাম আপনার মুখের জেল্লা ধরে রাখতে সাহায্য করে। ত্বকে পুষ্টির ঘাটতি হতে দেবে না। একটি কাচের শিশিতে ১ চামচ আমন্ড অয়েল মেশান। তার সঙ্গে এক চামচ অ্যাভোকাডো অয়েল, ১০ ফোঁটা রোজ এসেনশিয়াল অয়েল এবং স্যান্ডালউড অয়েল মিশিয়ে নিন। প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর কাচের শিশিতে ঢেলে রাখুন। কাচের শিশিতে ঢেলে রাখুন। ড্রপারের সাহায্যে ব্যবহার করুন।

আরো পড়ুন: ঠোঁটের কালচেভাব দূর করতে কি করবেন

এই ফেস সিরাম দিনে একবার মুখে লাগান। মুখ ক্লিনজিং করার পরেই কিন্তু ব্যবহার করবেন। আপনার সংবেদনশীল ত্বক হলে এবং ত্বকে কোনও সমস্যা থাকলে ব্যবহারের আগে অবশ্য়ই চিকিৎসকের পরামর্শ নিন।

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, এটি কোনও ওষুধ বা চিকিৎসার অঙ্গ নয় আরও বিস্তারিত জানতে হলে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন।​​

এম এইচ ডি/ আই. কে. জে/

ত্বক ফেস সিরাম লাইফস্টাইল রুপচর্চা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন