ছবি-সংগৃহীত
নচিকেতা চক্রবর্তী মানেই স্পষ্ট কথা স্পষ্টভাবে। তার গান মানে মনের কথা বলা, লিরিক্সে আর সুরে মজে থাকা। অনেকের কাছেই প্রথম প্রেম মানেই তার গান, আবার বয়সকালের চেতনা বলতেও তার গান। সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় প্রতিবাদের সুর ধরা পড়ে তার গানে। তবে গায়ককে নিয়ে বিগত কয়েক বছর ধরেই একটা গুজব চারিদিকে ছড়িয়ে পড়েছে। নচিকেতা চক্রবর্তী নাকি ক্যানসার আক্রান্ত।
একটি অনুষ্ঠানে সেদিন কথা বলতে গিয়ে মেজাজ হারিয়ে ফেললেন নচিকেতা। তীব্র ভাষায় প্রতিবাদ করলেন তাকে নিয়ে রটে যাওয়া মিথ্যে রটনার বিরুদ্ধে।
নচিকেতা চক্রবর্তী নাকি ক্যানসার আক্রান্ত, সম্প্রতি এমনই গুজব রটে গিয়েছে। আর একজন গায়কের নামে এই গুজব যদি রটে যায় তার ফল কী হবে সেটা নিশ্চয় বলে দিতে হবে না? তার কাজ পেতে অসুবিধা হয়, ভক্তদের লাগাতার এক প্রশ্নে বিরক্ত আসে। অনেকদিন সে সব সহ্য করলেও এবার তার প্রতিবাদ করলেন নচিকেতা।
আরো পড়ুন: আবেদনময়ী লুকে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া
গায়ক বলেন, 'আমার লড়াইটা ৪০ বছরের। অনেকেই অনেক বার বলেছেন যে এই বুঝি নচিকেতার নৌকো ডুবে গেল, নচিকেতার ক্যানসার হয়ে গেল। অনেকেই ভাবেন আমি বুঝি আর শো করতে পারব না। কারা এসব বলে? কারাই বা এসব রটায়? যেখানেই যাই সেখানেই সবাই জিজ্ঞেস করে কী শরীর ভালো তো? গ্রিনরুমে বসে সেখানে এসেও লোকজন এক কথা জিজ্ঞেস করে। যেন নতুন কিছুই জানার নেই তাদের।'
তিনি ক্ষোভ উগরে আরও বলেন, 'কোথায় জিজ্ঞেস করবে জিডিপি রেট কী হবে, আগামী সরকার নিয়ে কথা বলবে তা নয় এক কথা সবসময়। এবার আমায় যদি কেউ জিজ্ঞেস করে শরীর ভালো কিনা আমি পাল্টা বলব শরীর ভালো তো তোর? দেখতে পারছে দাপিয়ে শো করছি। তবুও এরা বলে বলে আমার ক্যানসার করিয়ে দেবে এবার!'
প্রসঙ্গত গত ৩০ বছরের বেশি সময় ধরে নচিকেতা একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন। তাঁর সিঙ্গল, অ্যালবামের পাশাপাশি একাধিক ছবিতেও প্লেব্যাক করেছেন। তাঁর গানের সহজ অথচ স্পষ্ট লিরিক্স অনেকেরই পছন্দের।
এসি/ আই. কে. জে/