সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভারত থেকে আসতে শুরু করেছে আলু, কমছে দাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

ভারত থেকে আমদানি করা আলু ভর্তি ট্রাক দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে ভারতীয় আলুর প্রথম চালান নিয়ে হিলি স্থলবন্দর দিয়ে ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।

এদিকে, আমদানির খবরে প্রতি কেজিতে পাঁচ থেকে ছয়টা কমেছে আলুর দাম।  আর বস্তা প্রতি কমেছে ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। গতকাল কাটিলাল জাতের আলু ৫০ টাকা বিক্রি হলেও সেটা আজকে বিক্রি হচ্ছে ৪৫ টাকা। একইভাবে গুটি জাতের পাকড়ী আলু কেজিতে সাত টাকা কমে বিক্রি হচ্ছে ৫২ টাকা।

হিলি বাজারের আড়তদারা জানান, বেশ কিছু দিন ধরে আলুর বাজারে অস্থিরতা বিরাজ করছে। তবে ভারত থেকে আলু আসার খবরে আজকেই প্রথম আলুর দাম কেজিতে কমেছে পাঁচ থেকে ছয় টাকা। আর বস্তায় কমেছে ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।

বাজারে আলু কিনতে আসা এক ক্রেতা জানান, বাজারে প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বমুখী থাকলেও সবজির দাম কিছুটা নাগালের মধ্যে। আলুর দামটা অনেক বেশি ছিল। দুইদিন আগেও দেশীয় পাকড়ী জাতের আলু ৬০ টাকা কিনেছিলাম, আজকে সেটা বাহান্ন টাকায় কিনলাম।

সাধারণ ভোক্তারা বলছেন, প্রতি বছর সরকার নানাভাবেই দ্রব্যমূল্যর দাম সহনীয় পর্যায়ে রাখতে কাজ করলেও কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে সরকারি পরিকল্পনা সফল হয় না। তাই আলু আমদানির পর অবশ্যই সাধারণ ভোক্তার হাতে পোঁছাই এবিষয়ে  নিশ্চিত করতে হবে সরকারকে। তাছাড়া কোন লাভই হবে না আলু  আমদানি করে। লাভবান হবে সিন্ডিকেট ও মজুদাররাই।

ওআ/


আলু

খবরটি শেয়ার করুন