পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে স্পিন জাল বিছিয়ে আটকে দিয়েছে স্বাগতিক ভারত। রবিন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও অশ্বিনের ঘূর্ণিতে ৪৯.৩ ওভারে ১৯৯ রানে অলআউট হয়েছে অজিরা। ফলে ভারতের টার্গেট দাঁড়ায় ২০০ রান।
রোববার (৮ অক্টোবর) অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। ম্যাচের শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন এ দুই ওপেনার। তবে দলীয় তৃতীয় ওভারের মাথায় জাসপ্রিত বুমরাহার বলে বিরাট কোহলির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন মিচেল মার্শ। শূণ্য রানে আউট হয়েছেন তিনি। এরপর মাঠে নামেন স্টিভ স্মিথ।
এদিকে ওয়ার্নার অন্যদিকে স্টিভ স্মিথ। এই দুই অজি ব্যাটার দেখে শুনে খেলে ৮৫ বলে ৬৯ রান করেন। তাদের দুইজনের জুটিতে চাপ কাটিয়ে অর্ধশত রান পার করে টিম অস্ট্রেলিয়া। তাতে অজি শিবিরে কিছুটা স্বস্তি বিরাজ করে। দলীয় ১৬.৩ ওভারে ঘটে বিপত্তি। ওয়ার্নারকে ক্যাচ আউট করেন কুলদীপ যাদব। এ সময় তিনি খেলেন ৫২ বলে ৪১ রানের ইনিংস।
ওয়ার্নার আউট হওয়ার আগে একটি রেকর্ড গড়েন। বিশ্বকাপ ইতিহাসে ইনিংসের হিসেবে দ্রুততম এক হাজার রান করেছেন তিনি। ভারতের হার্দিক পান্ডিয়ার বলে চার হাঁকিয়ে এই মাইলফলক স্পর্শ করেন ওয়ার্নার। মাত্র ১৯ ইনিংসে হাজার রানের ক্লাবে ঢুকেছেন তিনি। পেছনে ফেলেছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।
দলীয় ২৭.১ ওভারে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়েছেন ফিফটির আক্ষেপ নিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন স্মিথ। এ সময় তিনি করেন ৭১ বলে ৪৬ রান। এরপর মাঠে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি বেশিক্ষণ পিচে থিতু হতে পারেননি। কুলদ্বীপ যাদবের বলে বোল্ড ফিলেছেন তিনি। যাওয়ার আগে ২৫ বলে ১৫ রান করেন অজি এই অলরাউন্ডার।
এর আগে ব্যক্তিগত ষষ্ঠ ওভারে মার্নাশ ল্যাবুশেনকে ক্যাচ আউট ও অ্যালেক্স ক্যারিকে এলবিডাব্লিউ আউটের ফাঁদে ফেলে অজিদের আরো চাপে রাখেন রবীন্দ্র জাদেজা। পরে নিয়মিত উইকেট হাতে থাকে অজিরা। শেষ দিকে ৩৬ বলে ২৪ রানের জুটি গড়েন মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা। তাতে দলীয় ১৯০ রানের মোটামোটি স্কোর পায় টিম অস্ট্রেলিয়া। অ্যাডাম আউট হলে অন্য প্রান্ত আগলিয়ে রেখে মিচেল স্টার্ক ৩৫ বলে ২৮ রানের ইনিংসে ১৯৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ফলে ভারতের টার্গেট দাঁড়ায় ২০০ রান।
এদিন ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন রবীন্দ্র জাদেজা। এতে তিনি খরচ করেছেন মাত্র ২৮ রান। অন্যদিকে জোড়া উইকেট নেন কুলদ্বীপ যাদব ও জাসপ্রিত বুমরাহ। আর একটি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সিরাজ ও হার্দিক পান্ডিয়া।
এসকে/
খবরটি শেয়ার করুন