মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ *** ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা *** ‘জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ’ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান *** সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না, সরকারকে মির্জা ফখরুল *** বড় পুঁজির স্বপ্ন দেখা শ্রীলঙ্কাকে ২০২ রানে থামাল বাংলাদেশ *** সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ *** নির্বাচনে সেনা এক লাখ, পুলিশ দেড় লাখ ও ছয় লাখ আনসার মাঠে থাকবে

ভালাইপুর বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শোরুম উদ্বোধন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার ভালাইপুর বাজারের মাস্টার আব্দুল ওয়াহেদ মার্কেটে দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শোরুম উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শো-রুমটি উদ্বোধন করেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি (২০২১-২০২৩) এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপ-কমিটির সদস্য এম এ রাজ্জাক খান রাজ সিআইপি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৪ নম্বর চিৎলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাসানুজ্জামান সরোয়ার, আলুকদিয়া ইউপির চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তহিদুল ইসলাম, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মোজাম্মেল হক, ভালাইপুর বাজার সমিতির সভাপতি মো. সোহেল রানা (শান্তি), সিনিয়র সাধারণ সম্পাদক মো. কালু মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. মোফাজ্জল হোসেন মোফা, আলুকদিয়া ইউপির সাবেক সভাপতি ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ভালাইপুর মোড় বাজার মালিক সমিতির সহ-সভাপতি ড. সানোয়ার হোসেনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।  

প্রধান অতিথির বক্তব্যে মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ সিআইপি বলেন, আমরা সর্বদা গ্রাহকদের চাহিদা ও পছন্দ বিবেচনা করে কাজ করি। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের অভ্যন্তরেই উন্নত প্রযুক্তির ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ।  এতে করে সুলভ মূল্যে এ দেশের মানুষজন গুণগত মানসম্পন্ন পণ্য ক্রয় করতে পারছেন। আমাদের লক্ষ্য সর্বাধুনিক প্রযুক্তির ইলেকট্রনিক্স পণ্য দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং দেশীয় বাজারের চাহিদা পূরণ করে দেশের বাইরে আমাদের পণ্য রপ্তানি করা। আর সেজন্যই আমরা অবিরাম নিরলসভাবে কাজ করে যাচ্ছি।  আকর্ষণীয় ও নান্দনিক ডিজাইনের মিনিস্টার পণ্য ক্রেতাদের মধ্যে অন্যান্য ব্র্যান্ডের থেকে আমাদের অনন্য করে তুলেছে। আর এসব গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে আমরা বিভিন্ন জেলাসহ থানায়ও আমাদের পণ্য পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় দেশি পণ্যের মাধ্যমে সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে চুয়াডাঙ্গার ভালাইপুর বাজারের মাস্টার আব্দুল ওয়াহেদ মার্কেটে হাজির হয়েছি। শুধু পণ্য সরবরাহই আমাদের মূল উদ্দেশ্য নয়, এসব শোরুম চালু করে যুবকদের মধ্যে কর্মসংস্থান বাড়ানোও আমাদের উদ্দেশ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়তে নিয়মিত কাজ করে যাচ্ছি।   

উদ্বোধন উপলক্ষে ক্রেতা সাধারণের জন্য বিশেষ ছাড় ও অফার ঘোষণা করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তি

মিনিস্টার মাইওয়ান শোরুম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250