সোমবার, ২০শে জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভিটামিনের ওষুধ ভেবে স্বামীর এয়ারপড গিলে ফেললেন স্ত্রী!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বন্ধুর সঙ্গে সকালে হাঁটতে বেরিয়েছিলেন। অর্ধেক রাস্তা যাওয়ার পরেই মনে পড়ে, ভিটামিন ট্যাবলেট খাওয়া হয়নি আজ। দ্রুত পকেট থেকে বের করে পানি দিয়ে গিলে নেন। সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন, বিরাট গোলমাল পাকিয়ে ফেলেছেন! ভিটামিন ট্যাবলেট ভেবে স্বামীর অ্যাপলের এয়ারপডের একটি খেয়ে ফেলেছেন ট্যানা বার্কার নামের ওই নারী।

যুক্তরাষ্ট্রের বাসিন্দা ট্যানা নিজেই টিকটক অ্যাকাউন্টে শেয়ার করেছেন ঘটনাটি।

এদিকে বাড়ি ফিরে ট্যানা যখন এই বিব্রতকর ঘটনাটি তাঁর স্বামীকে জানান, তিনি তা শুনে হাসিতে ফেটে পড়েন। তবে এমন হাস্যকর দুর্ঘটনার কথা কাউকে জানাতেও বারণ করেন। যদিও তাঁর বারণ শোনেননি ট্যানা। টিকটকে ভিডিও বার্তায় ভক্তদের সঙ্গে পুরো ঘটনাটি শেয়ার করেন তিনি।

ট্যানার সেই ভিডিও রীতিমতো ভাইরাল। ২০ লাখের বেশি মানুষ ওই ভিডিও দেখেছেন। 

ট্যানা আরও বলেন, ঘটনার পর ভয় পেয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। তাঁরা জানান, যেহেতু এটি শ্বাসনালিতে আটকে যায়নি তাই পরের দিন প্রাকৃতিকভাবে বেরিয়ে যায় এয়ারপডটি। 

ওআ/

ভিটামিন এয়ারপড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন