শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভোট দিয়ে জনগণ নিজেদের গণতন্ত্রপ্রেমিক প্রমাণ করেছে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২২ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সুখবর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে জনগণ নিজেদের গণতন্ত্রপ্রেমিক হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১০ই জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আব্দুল মোমেন বলেন, টানা ৪ বার জনগণের ভোটে বিজয়ী হওয়ার মাধ্যমে প্রমাণ করেছি বাংলাদেশ গণতন্ত্রের দেশ। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রেমিক।

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ারও। তিনি বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশের মাটিতে পা রেখে বাড়িতে না গিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন। এটা তার বাংলার জনগণকে ভালোবাসার প্রমাণ।

আরও পড়ুন: নবীন-প্রবীণদের নিয়ে হবে মন্ত্রিসভা: কাদের

তিনি বলেন, দিল্লি থেকে ব্রিটিশ বিমানেই দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু। সমালোচনা এড়াতে তিনি ভারতের বিমানে দেশে ফেরেননি। প্রতিমন্ত্রী সবার প্রতি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এসকে/

পররাষ্ট্রমন্ত্রী

খবরটি শেয়ার করুন