সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর ৮৫৯টি দাবি-আপত্তি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর মোট ৮৫৯টি দাবি-আপত্তি আবেদন জমা পড়েছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে এসব দাবি-আপত্তি নিষ্পত্তি করে ১৭ সেপ্টেম্বরের মধ্যে খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে তা নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠাতে হবে। 

রবিবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তত জানা গেছে। 

ইসির ১০টি আঞ্চলিক নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি দাবি-আপত্তি জমা পড়েছে কুমিল্লা অঞ্চলে। এ অঞ্চলে ১৯৮টি দাবি-আপত্তি জমা পড়েছে। আর সবচেয়ে কম দাবি-আপত্তি এসেছে সিলেট অঞ্চলে, ৪৫টি। এছাড়া, ময়মনসিংহ অঞ্চলে ১২৪টি, ঢাকা অঞ্চলে ১১৫টি, রংপুর অঞ্চলে ৭৬টি, রাজশাহী অঞ্চলে ৭৬টি, খুলনা অঞ্চলে ৬২টি, বরিশাল অঞ্চলে ৬২টি, ফরিদপুর অঞ্চলে ৪৭টি এবং চট্টগ্রাম অঞ্চলে ৫৪টি দাবি-আপত্তি জমা পড়েছে।

এম.এস.এইচ/ আই. কে. জে/ 


ইসি নির্বাচন কমিশন

খবরটি শেয়ার করুন