রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

মতিচূর লাড্ডু বানানোর সহজ পদ্ধতি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৫ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

মতিচূর লাড্ডু বেশ জনপ্রিয় একটি মিষ্টি। বিয়ে, ঈদ, পুজা, জন্মদিনসহ বিভিন্ন উৎসবে মতিচূরের উপস্থিতি থাকে। বেসন ও চিনির সিরা এই লাড্ডুর প্রধান উপকরণ। বাদাম, কিসমিস ইত্যাদি উপকরণও দেওয়া হয়। তবে আসল স্বাদ পেতে ভাজার জন্য ব্যবহার করা হয় খাঁটি ঘি। চলুন তাহলে জেনে নেওয়া যাক রেসিপি-

যা যা লাগবে

ছোলার ডাল ১ কাপ 

মটর ডাল আধা কাপ 

দেড় কাপ চিনি

ঘি ২ কাপ 

পানি আধা কাপ 

এলাচের গুঁড়া আধা চা চামচ 

পছন্দ মত ড্রাই ফ্রুটস আধা কাপ 

চারমগজ ১ টেবিল চামচ 

গোলাপ জল ১ চা চামচ 

তেল প্রয়োজন মতো

ফুড কালার (কমলা) সামান্য পরিমাণ

আরো পড়ুনআম দই তৈরি করুন সহজ উপায়ে

যেভাবে রাঁধবেন

প্রথমে ভালো করে ডাল ধুয়ে পানিতে ভিজিয়ে নিতে হবে ২ ঘন্টার মতো। এরপর ডালগুলো বেটে নিন। এবার কড়াইতে গরম তেলে বাটা ডাল ছেড়ে ছোট ছোটো বড়া আকারে ভেজে তুলে নিতে হবে। এইবার বড়াগুলো মিক্সিতে দিয়ে গুঁড়া করে নিন।

খেয়াল রাখবেন গুঁড়া যেন একদম পেস্ট হয়ে না যায়। কিছুটা দানাদার আকারে থাকবে। তারপর চার মগজ ও ড্রাই ফ্রুটস হালকা ভেজে বড়ার গুঁড়াগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে চিনি ও পানি হালকা আঁচে বসিয়ে আঁঠালো একটি সিরা তৈরী করে নিন। এবার এতে ফুড কালার দিয়ে দিন।

তারপর তাতে ডালের বড়ার গুঁড়ার মিশ্রণ দিয়ে পুরোটা মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে ঘি ও এলাচের গুঁড়া এবং গোলাপ জল দিয়ে মিশিয়ে নিয়ে আঁচ থেকে নামিয়ে নিতে হবে। এবার চুলা থেকে নামিয়ে জিনিসগুলো লাড্ডু আকারে পাকিয়ে নিতে হবে। সবশেষে পরিবেশনের জন্যে তৈরী হয়ে গেল লাড্ডু ।

এসি/ আই.কে.জে/


মতিচূর লাড্ডু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন