প্রতীকী ছবি
দিন দিন ডেঙ্গুর ভয়াবহতা বেড়েই চলেছে। ইতোমধ্যে ডেঙ্গুতে অনেকের মৃত্যুও হয়েছে। এ অবস্থায় বিশেষজ্ঞদের উপদেশ মেনে চলার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করার বিকল্প নেই। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০)
তাই মুমিনের দায়িত্ব হলো— আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। প্রিয়নবী (স.) উম্মতকে বিভিন্ন সময় ও প্রেক্ষাপটে নানারকম দোয়া শিখিয়েছেন। তার মধ্যে একটি দোয়া হলো— ক্ষতিকর কীট-পতঙ্গ বা জীবজন্তুর অনিষ্ট থেকে পরিত্রাণের দোয়া।
ছবি: সংগৃহীত
বাংলায় দোয়াটি হলো- ‘আউযু বি কালিমা-তিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক।’
অর্থ- আল্লাহর পূর্ণ কালিমার বিনিময়ে তার সৃষ্টির সব অনিষ্ট থেকে পরিত্রাণ চাচ্ছি। (আবু দাউদ: ৩৮৯৮)
এই দোয়াটি যারা নিয়মিত আমল করবেন, আল্লাহ তাআলা তাদেরকে বিষাক্ত সাপ-বিচ্ছু, মশাসহ সকল পোকামাকড় ও ক্ষতিকর প্রাণীর হাত থেকে রক্ষা করবেন।
এম/
আরো পড়ুন: জমজমের পানির যত বরকত
খবরটি শেয়ার করুন