শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মাঠে নেমে মৌখিক অনুমতি নিয়ে সমাবেশ করলো জামায়াত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৮ অক্টোবর মাঠে নামে জামায়াত। যদিও মাঠে নামার আগে পুলিশের তরফ থেকে কোন অনুমতি ছিলোনা তাদের। তবে হাজার হাজার নেতৃবৃন্দ মিছিল নিয়ে মাঠে নেমে এলে পরবর্তী সময়ে মৌখিক অনুমতি মিলে পুলিশি পক্ষ থেকে এবং অনুমতি পেয়ে সমাবেশ শুরু করে জামায়াত।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তারা কয়েক দিন ধরে বলে আসছিলেন, জামায়াতকে মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। তাই তাদেরকে ঢাকায় মহাসমাবেশ করতে দেবে না পুলিশ। 

তবে ঘোষণা অনুযায়ী, শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর আরামবাগ মোড়ে পিকআপের ওপর সমাবেশের মঞ্চ তৈরি শুরু করেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এর পর সেখানেই সমাবেশ এগিয়ে নেওয়ার কাজ শুরু করে দেন। 

শনিবার সকাল ১০টার দিকে আরামবাগ মোড়ে অবস্থান নেন জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে জামায়াতের নেতা-কর্মীদের সংখ্যা বাড়তে থাকে। যদিও ১২টার দিকে পুলিশ আরামবাগেই তাদের সমাবেশ করার মৌখিক অনুমতি দেয়। 

মৌখিক অনুমতি পাওয়ার পর সরকারবিরোধী নানা স্লোগান আর প্রতিবাদী সংগীতে সমাবেশস্থল উত্তাল করে তুলেছেন জামায়াত শিবির-নেতাকর্মীরা।

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এসএম মোবারক হোসেনের নেতৃত্বে আট সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে জরুরি বৈঠক করে পুলিশ। আরামবাগ মোড়ের আল হেলাল পুলিশ বক্সের মধ্যে এ আলোচনায় বসেন তারা। বৈঠকে জামায়াত ইসলামীর নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দেয় পুলিশ।  

দুপুরে রাজধানীর আরামবাগ মোড়ে জামায়াত-শিবির নেতাকর্মীদের প্রতিবাদী সংগীত পরিবেশন ও সরকারবিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়। কুরআন তেলাওয়াতের মাধ্যমে মহাসমাবেশ শুরু হয়।

সভাপতিত্ব করছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীর, সাবেক এমপি ডা.সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, নায়েবে আমীর সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, শহীদ আল্লামা সাঈদীর সন্তান শামীম সাঈদী,মাসুদ সাঈদী।

আরও উপস্থিত ছিলেন, সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আ.হালিম, এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের,কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মুসা, শিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।

বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, আ.মান্নান, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা.ফখরুদ্দিন মানিক, শিবিরের সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম।

এসকে/ এএম/ 

পুলিশ জামায়াত সমাবেশ ২৮ অক্টোবর

খবরটি শেয়ার করুন