শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মায়ের জন্মদিনে এক ছবিতে সব সমালোচনার জবাব দিলেন জয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

বঙ্গবন্ধুর দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক মাস ধরে নানান গুজব ছড়িয়েছে। এ বিষয়ে তেমন কিছু না বলে মাত্র একটা ছবি দিয়েই সব গুজবের জবাব দিয়েছেন সজীব ওয়াজেদ জয়।

মায়ের জন্মদিনে উপলক্ষে ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন সজীব ওয়াজেদ। এই ছবিতে দেখা যায়, সজীব ওয়াজেদ তার পরিবার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত হয়েছেন তার গলফ ক্লাবে।

ছবির ক্যাপশনে সজীব ওয়াজেদ লেখেন, ‘ভার্জিনিয়ায় আমার গল্ফ ক্লাবে পরিবারের সঙ্গে মায়ের জন্মদিনের ডিনার।’

এই ছবির মাধ্যমে জয় জানিয়ে দিলেন, পরিবারসহ তিনি যুক্তরাষ্ট্রেই রয়েছেন। শুধু সমালোচনার জন্যই মিথ্যা বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছিল তার বিরুদ্ধে। অন্যদিকে তাকে যুক্তরাষ্ট্রের পুলিশ বা ট্রেজারার বিভাগও খুঁজছে না।

এদিকে এই ছবি পোস্টের মাত্র ৮ ঘণ্টার মধ্যে ভাইরাল হয়ে যায়। শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পোস্টটিতে কমেন্ট করছেন অনেকেই। সেই সঙ্গে অনেকেই গুজব রটনাকারীদের সমালোচনা করছেন।

এক ব্যক্তি লেখেন, ‘এভাবে মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট দেওয়া উচিত, না হলে যেভাবে তারা (গুজব রটনাকারীরা) শুরু করেছিলো।’ গুজবকারীদের সমালোচনা করে অনেকেই বলেছেন, ‘সত্য সামনে আসবেই। সমালোচনা-গুজব সব ব্যর্থ সত্যের কাছে। প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা।’

আওয়ামী লীগের ওয়েব টিমের সমন্বয়ক তন্ময় আহমেদ তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এই পোস্টের কমেন্টে লেখেন, ‘এক ছবিতে বিএনপির গুজব সেলের কর্মীদের ঘুম হারাম। লাখ লাখ শেয়ার পানিতে গেলো। শুভ জন্মদিন জননেত্রী।’

আরো পড়ুন: বারবার মৃত্যু উপত্যকা থেকে ফিরে এসেও বিচলিত হন নাই মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা

এমন কমেন্টের বিষয়ে তিনি বলেন, মার্কিন ভিসানীতি আরোপের ঘোষণার পর বিগত মাসগুলোতে নিয়মিত প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে গুজব শুরু হয়। তার ভিসা বাতিল হয়ে গেছে, পালিয়ে যুক্তরাজ্যে চলে গেছে। কত শত পোস্ট এবং আওয়ামী লীগের পেজ এবং বিভিন্ন মানুষকে ইনবক্স ও ম্যাসেজ করে এই গুজব ছড়িয়েছে তারা।

তাদের সেই সব গুজবের উত্তর দিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র একটি ছবির মাধ্যমে। এখন বিএনপির গুজব সেলের কর্মীরা চাইলে ফ্যাক্ট চেকার দিয়ে ছবিটি যাচাই-বাছাইও করে নিতে পারে। কিন্তু তারা যে গত সপ্তাহেও বললো, সজীব ওয়াজেদ জয় পালিয়ে গেছে যুক্তরাষ্ট্র ছেড়ে, তা কিভাবে প্রমাণ করবে?

টানা ১৫ বছর সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। সেপ্টেম্বরের শেষে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থাকায় এ সময়ে তিনি অবস্থান করেন যুক্তরাষ্ট্রে। এ কারণে করোনার বিরতি বাদে গত দেড় দশক ধরে নিজের জন্মদিন ২৮ সেপ্টেম্বর তাকে থাকতে হয়েছে যুক্তরাষ্ট্রেই। এবারও প্রধানমন্ত্রী দিনটিতে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে।

এসি/ আই.কে.জে/


জয় মায়ের জন্মদিন

খবরটি শেয়ার করুন