মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনী উপকরণ সংগ্রহ শুরু করেছে ইসি *** এই মুহূর্তে বাংলাদেশ স্বাভাবিক গণতন্ত্রের দেশ নয়: আইরিন খান *** দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে হিন্দু নেতাদের সাক্ষাৎ *** এই ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছিল একটি ম্যাটিকুলাস প্ল্যানিংয়ের মাধ্যমে: মাহমুদুর রহমান *** কথিত গোয়েন্দা এনায়েতকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান এক পুলিশ কর্মকর্তা, প্রাডো গাড়িও দেন তাকে *** তিন স্ত্রীকে মৃত দেখিয়ে এসআইয়ের চতুর্থ বিয়ে! *** কৃষকেরা আড়াই লাখ টাকা ঋণ পাবেন সিআইবি চার্জ ছাড়াই *** পৃথিবীর যে ১০ স্থানে মানুষের প্রবেশ নিষিদ্ধ *** সুশীলার মন্ত্রিসভায় দুই আমলা ও এক আইনজীবী, আকার হবে সর্বোচ্চ ১৫ *** আমরা কারসাজির ‘ক’ও বুঝি না: রাবি উপাচার্য

মৃত্যু-পরবর্তী প্রস্তুতি নিয়ে যে পরিকল্পনা করলেন পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনেক বয়স হয়েছে। ভালো যাচ্ছে না শারীরিক অবস্থা। যে কোনো সময় মারা যেতে পারেন। সেজন্য আগেই নিজের দাফন কীভাবে হবে, কোথায় হবে তার পরিকল্পনা শুরু করেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। মেক্সিকোর এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস জানিয়েছেন, ইতোমধ্যেই নিজের দাফন পরিকল্পনা শুরু করেছেন। মৃত্যুর আগেই ক্যাথলিক ধর্মীয় গুরুর দাফন বিষয়ক আচার-অনুষ্ঠানগুলোকে সহজ করতে চান তিনি। পূর্বসূরীদের মতো ভ্যাটিকান সিটিতে সেইন্ট পিটার্সের গির্জায় নয়, বরং রোমের একটি গির্জায় সমাধিস্থ হতে চান পোপ। 

৮৭ বছর বয়সী পোপ বলেছেন, সমাধির জায়গাটি এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। ‘আমি সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায় সমাধিস্থ হতে চাই। ’তার এ সিদ্ধান্তের অর্থ হলো, গত ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে ভ্যাটিকানের বাইরে সমাহিত হওয়া প্রথম কোনো পোপ হবেন তিনি।

সেইন্ট পিটার্সে সমাধিস্থ না হওয়ার সিদ্ধান্ত নেয়া সর্বশেষ ব্যক্তি ছিলেন পোপ ত্রয়োদশ লিও। তিনি ১৯০৩ সালে মারা যান। তার দেহাবশেষ রোমের সেন্ট জন দ্য ল্যাটারানের গির্জায় রয়েছে। এটি সান্তা মারিয়া ম্যাগিওর রোমের পোপদের চারটি গির্জার একটি।

আরো পড়ুন: ইউক্রেনের ৫০ বিলিয়ন ইউরো সহায়তা আটকে দিল হাঙ্গেরি

ফ্রান্সিস বলেন, তিনি এই গির্জাটির সঙ্গে একটা ‘বিশেষ সংযোগ’ অনুভব করেন। পোপ হওয়ার আগে রোমে যাওয়ার সময় প্রায় রোববার তিনি এখানে যেতেন। পোপের দায়িত্ব নেয়ার পর থেকে সফরে বের হওয়ার আগে ও পরেও এখানে প্রার্থনা করেন তিনি। এমনকি সম্প্রতি অস্ত্রোপচারের পরও এখানে প্রার্থনা করেছেন।

পোপ আরো বলেন, তিনি যদি আর তার দায়িত্ব পালন করতে না পারেন অর্থাৎ তার মৃত্যু হয়, তাহলে তিনি বেনেডিক্টের উদাহরণ অনুসরণ করবেন। পাশাপাশি তিনি এ-ও বলেছেন, পদত্যাগ করা পোপদের জন্য ‘স্বাভাবিক বিষয়’ থাকা উচিত নয়। 

সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস জানান, ২০২৪ সালে বেলজিয়ামে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি। সেই সঙ্গে নিজ জন্মভূমি আর্জেন্টিনার পাশাপাশি পলিনেশিয়াতে যাওয়ার ইচ্ছাও রয়েছে তার। 

ভ্যাটিকানের তথ্য অনুসারে, এর আগে সাতজন পোপকে রোমের এ গির্জায় শায়িত করা হয়েছে। যার সবশেষ ব্যক্তি হলেন পোপ বেনেডিক্ট। ২০১৩ সালে পোপ বেনেডিক্ট প্রথম পদত্যাগ করেন। ২০২২ সালের ৩১ ডিসেম্বর তার মৃত্যু হয়। ভ্যাটিকানের সেন্ট পিটার্স গির্জায় শেষকৃত্যের পর ফ্রান্সিসের নেতৃত্বে তার দেহ গির্জার নিচে সমাধিতে সমাহিত করা হয়।

২০১৩ সাল থেকে পোপের দায়িত্ব পালন করছেন ফ্রান্সিস। 

সূত্র: এনপ্লাস

এইচআ/ আই.কে.জে/ 

মৃত্যু রোম পোপ ফ্রান্সিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনী উপকরণ সংগ্রহ শুরু করেছে ইসি

🕒 প্রকাশ: ০৩:০৩ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৫

এই মুহূর্তে বাংলাদেশ স্বাভাবিক গণতন্ত্রের দেশ নয়: আইরিন খান

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৫

দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে হিন্দু নেতাদের সাক্ষাৎ

🕒 প্রকাশ: ০২:০৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৫

এই ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছিল একটি ম্যাটিকুলাস প্ল্যানিংয়ের মাধ্যমে: মাহমুদুর রহমান

🕒 প্রকাশ: ০১:৫৯ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৫

কথিত গোয়েন্দা এনায়েতকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান এক পুলিশ কর্মকর্তা, প্রাডো গাড়িও দেন তাকে

🕒 প্রকাশ: ০১:৪৯ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৫