সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ম্যাট্রিক পরীক্ষার রেজাল্টের মতো চাপ অনুভব করছেন ফেরদৌস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। রোববার (৭ই জানুয়ারি) সকাল ৮টার কিছু পরে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তিনি তার ভোট প্রয়োগ করেন।

ভোট প্রদানের পর থেকেই কেন্দ্র পরিদর্শনে ব্যস্ত ফেরদৌস। তবে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হলেও ভেতরে চাপ অনুভব করছেন। সেই চাপকে তুলনা করলেন এসএসসি পরীক্ষার চাপের মতো। 

সংবাদকর্মীদের ফেরদৌস বলেন, বেলা ১১টার দিকে সংবাদকর্মীদের ফেরদৌস বলেন, ঠিক আটটার সময় মাননীয় প্রধানমন্ত্রী এসে আমাকে ভোট দিয়ে গেলেন। সঙ্গে এসেছিলেন তার সুযোগ্য উত্তরসূরী, পুতুল খালা। একটা দারুণ শুরু হলো। তারপর গেলাম আরেকটি কেন্দ্রে। সেখানে ব্যারিস্টার ফজলে নূর তাপস (ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র) তার পরিবারসহ এসেছিলেন। তারা ভোট দিলেন।

তারপর আস্তে আস্তে আমার ভালোবাসার মানুষেরা আসতে শুরু করেছেন। এ পর্যন্ত যতটুকু খবর পেয়েছি, বিভিন্ন কেন্দ্রে অবস্থা এই মুহূর্তে বেশ ভালো। বাকিটা সময় যাওয়ার সঙ্গে সঙ্গে বোঝা যাবে। সকালে একটু তো স্লো থাকে। তারপরও আমরা যতটুকু আশা করেছিলাম তার চেয়ে ভালো। বেশকিছু কেন্দ্রে বেশ ভালো। কিছু কেন্দ্রে একটু স্লো আছে। এখন শুনলাম যে মানুষ আসছে।

আরো পড়ুন: ভোট দিতে দেশে ফিরলেন মিম

এরপর তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সক্রিয়। র‍্যাব টহল দিচ্ছে। পুলিশসহ বিভিন্ন বাহিনী আছে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় মানুষকে নিশ্চিত করতে পেরেছি, নিরাপদে নির্বাচন হবে। নিরাপদেই হচ্ছে, সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে। সবাইকে অনুরোধ করব আপনারা আসুন, কেন্দ্রে যান, পছন্দের মানুষকে নির্বাচিত করুন। প্রধানমন্ত্রী একটু আগে বলে গেলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই রীতিতে বিশ্বাস রেখে ভোটকেন্দ্রে আসুন। আমি আমার ভোট দিয়েছি। 

এ সময় জয়ের ব্যাপারে অভিনেতা বলেন, আস্তে আস্তে আশা বাড়ছে। আমি যে পরিমাণে মানুষের কাছে গিয়েছি, মানুষের যতটুকু আশ্বাস শুনেছি, সবকিছু মিলিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে মুখে বলছি আশাবাদী কিন্তু ভেতরে ভেতরে বিশাল একটা চাপ অনুভব করছি। এই চাপ আমার মনে হচ্ছে ম্যাট্রিক পরীক্ষার রেজাল্টের মতো। আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন রেজাল্টের জন্য যেমন চাপ হতো।

জানতাম ভালো পরীক্ষা দিয়েছি। আমার প্রস্তুতিও ভালো ছিল, পরীক্ষাও ভালো দিয়েছিলাম। তারপরও মনে হতো যদি অংকে ফেল করি। যদি কোনোটায় খারাপ করি। এরকম মনে হচ্ছিল। আগের রাতে দুঃস্বপ্ন দেখতাম। সেরকম এক স্বপ্ন গতকাল রাতে দেখেছি। সবকিছু মিলিয়ে একটি চাপ কাজ করে। সেই চাপ-ই একটা সময় শক্তিতে রূপান্তরিত হয়। তখনই আসলে মানুষ সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস পায়। 

এসি/

ফেরদৌস ম্যাট্রিক পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন