শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যাত্রা শুরু করলো ইতালি-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাসোসিয়েশন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ১০ই জুন ২০২৩

#

সংগৃহীত

দুই দেশের মধ্যকার সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ইতালি-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশন অর্থনীতি, সংস্কৃতি, খেলাধুলা ও দুই দেশের জনগণের মধ্যে সংযোগের মতো ক্ষেত্রে একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে আশা করা হচ্ছে।

গত বুধবার (৭ জুন) ইতালির সিনেটে অ্যাসোসিয়েশন গঠনে এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বাংলাদেশের পক্ষ থেকে এতে স্বাক্ষর করেন ইতালি, মন্টিনিগ্রো ও সার্বিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান।

ইতালির পক্ষে নথিতে স্বাক্ষর করেন সংসদীয় গ্রুপ অব ডেমোক্রেটিক পার্টি অব ইতালির (পিডি) মাননীয় সদস্য মার্কো লাকারা। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ইতালির একাধিক সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইতালিয়ান ইনস্টিটিউট ফর এশিয়ার (আইএসআইএ) সদস্যবৃন্দ ও রোমে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর মধ্যদিয়ে দুই বন্ধুত্বপূর্ণ দেশ ও তাদের নাগরিকরা আরও কাছাকাছি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। অ্যাসোসিয়েশনের উদ্বোধনের বিষয়টিকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।  

 আরও পড়ুন: যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান 

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্জিত বিভিন্ন উন্নয়নের বর্ণনা দিয়ে তিনি বলেন, আজকের বাংলাদেশের ব্যাপারে জানতে অ্যাসোসিয়েশনের নেতারা বাংলাদেশ সফর করতে পারেন। এর মাধ্যমে দুই দেশের সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো খুঁজে বের করে ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ সহজ হবে।

ইতালি-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠায় অবদান রাখায় ইতালিয়ান ইনস্টিটিউট ফর এশিয়াকে (আইএসআইএ) ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত শামীম আহসান বলেন, এই অ্যাসোসিয়েশন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে সরকারি উদ্যোগের পরিপূরক হিসেবে কাজ করবে।

 সমঝোতা স্মারক স্বাক্ষরের পর নিজের বক্তব্যে ইতালির সংসদ সদস্য লাকাররা বাংলাদেশের অসাধারণ সাফল্যের ব্যাপক প্রশংসা করেন। সেই সঙ্গে বাংলাদেশ ও ইতালির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার ও প্রসারিত করার জন্য জোরালোভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

 তিনি বলেন, আশা করি, অ্যাসোসিয়েশন দুটি বন্ধুত্বপূর্ণ দেশ ও তাদের জনগণকে কাছাকাছি আসতে এবং বিশেষ করে অর্থনীতি, সংস্কৃতি, খেলাধুলা, জনগণের সাথে মানুষের যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে একসাথে কাজ করতে সহায়তা করবে। এটি একটি সাধারণ হিসাবেও কাজ করবে।

 বাংলাদেশ ও ইতালির এই অ্যাসোসিয়েশন এমন এক সময়ে চূড়ান্ত হলো যখন বাংলাদেশ ও ইতালি সবেমাত্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে। সংবিধি অনুযায়ী, দুইজন সভাপতি, একজন সহ-সভাপতি ও একজন পরিচালকসহ মোট ১১ জন বোর্ড সদস্য অ্যাসোসিয়েশনের নেতৃত্বে থাকবেন।

 সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিশাল অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। এই সম্পর্ককে স্থায়ী ভিত্তি ও উন্নয়নের মডেলের মাঝে দাঁড় করানোর জন্য দুই দেশের উচ্চ পর্যায়ে এমন সমিতি গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

এসি/আইকেজে 

ইতালি বাংলাদেশ ফ্রেন্ডশিপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন