ছবি: সংগৃহীত
ভারতের অন্যতম ব্যস্ত শহর বেঙ্গালুরু। গণপরিবহন নিয়ে সেখানেও অভিযোগের শেষ নেই। কিন্তু সেই শহরেই সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা হলো এক বাসযাত্রীর। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহরের কেন্দ্রে ঢোকার বাস সার্ভিসে অনন্য পেশাদারিত্বের সাক্ষী হলেন তিনি। কেবল একজন যাত্রীকে নিয়েই নির্দিষ্ট সময়ে রওয়ানা দেয় বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশনের (বিএমটিসি) বাসটি।
অনন্য সেই অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করেছেন এস এস হরিহরণ। বিএমটিসি’কে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, বিমানবন্দর থেকে ফিরলাম। এই দুই ব্যক্তি (চালক ও কন্ডাক্টর) কেবল আমার জন্যই বাস চালালেন। নির্দিষ্ট সময়ে বাস ছাড়লেন। তাদের বন্ধুত্বপূর্ণ ব্যবহার এবং নিরাপত্তার সঙ্গে বাড়ি ফিরলাম। পোস্টের সঙ্গে একটি ছবিও যোগ করেছেন যুবক। যেখানে হাসি মুখে দেখা গেছে বাসের চালক, কন্ডাক্টরকে।
আরো পড়ুন: রেস্টুরেন্টে খেতে গিয়ে খাবারের ছবি পোস্ট করায় বিল হল ৪ লক্ষ টাকা
শেয়ার হওয়ার পরপরই ভাইরাল হয়ে পড়ে পোস্টটি। এক ব্যক্তি জানান, বিএমটিসির এই সার্ভিসে এক কিলোমিটার বাস চালাতে খরচ হয় ৯৫ রুপি। এটি জানার পর বাস কোম্পানিকে আরো একবার ধন্যবাদ জানান যুবক। তিনি বলেন, বিষয়টি আগে জানা ছিল না। তাহলে তো আমি বিরাট ভাগ্যবান।
বাড়তি যাত্রীর চিন্তা না করে নির্দিষ্ট সময়ে বাস ছাড়ায় বিএমটিসির সেবার প্রশংসা করেছেন বহু মানুষ। তবে কেউ কেউ এর আর্থিক যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
সূত্র: এনডিটিভি
এইচআ/ আই. কে. জে/