শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর *** এআই ‘অভিনেত্রী’-কে ঘিরে যে কারণে তীব্র সমালোচনা, ক্ষুব্ধ হলিউড তারকারা *** ফ্লোটিলা থেকে আটক ২২৩ জনকে ইউরোপে পাঠাবে ইসরায়েল, জাহাজগুলোর ভাগ্য অনিশ্চিত *** নিঃসঙ্গতা কাটাতে ৭৫ বছর বয়সে বিয়ে, অতঃপর...

রংপুর অঞ্চলে ৩৩ লাখ টন বোরো ধান উৎপাদনের আশা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৯ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ঝড়বৃষ্টির শঙ্কা আর পোকার আক্রমণ থেকে ফসল বাঁচাতে আগেভাগে বোরো ধান কাটতে শুরু করেছেন রংপুর অঞ্চলের কৃষকরা। নানা আশঙ্কার পরও জেলায় ৩৩ লাখ টন ধান উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্টরা।

কৃষি বিভাগ সূত্র জানায়, জেলায় সামান্য ১৩ হেক্টর জমিতে ব্লাস্টের সংক্রমণ দেখা গিয়েছে। তাই প্রাকৃতিক দুর্যোগ থেকে ধানরক্ষায় ৮০ শতাংশ পাকলেই তা কেটে ঘরে তুলছেন কৃষকরা। তারপরও চলতি বছর ৫টি জেলায় ৫ লাখ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এবার ভালো ফলন হওয়ায় সাড়ে ৩৩ লাখ  টনের বেশি ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পরিপূর্ণভাবে পাকার আগেই বোরো ধানের ক্ষেতে কাস্তে চালাতে শুরু করেছেন উত্তরের লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলার কৃষকরা। আধাপাকা ধান কেটে দ্রুত ঝাড়া মাড়াই শেষে গোলায় তুলতে ব্যস্ত তারা। বিদ্যুৎ আর সারের বাড়তি দামের পর এবার ভালো ফলন হয়েছে রংপুর কৃষি অঞ্চলের জেলাগুলোতে।

কৃষকরা জানান, কষ্টে বোনা ধান ঝড় আর শিলাবৃষ্টি থেকে বাঁচাতে পুরোপুরি পাকার আগেই কাটতে হচ্ছে। আগাম ধান কাটার কারণ হিসেবে ব্লাস্টরোগের কথাও বলছেন কৃষকরা।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ ওবায়দুর রহমান মণ্ডল গণমাধ্যমকে বলেন, জেলায় ১৩ হেক্টর জমিতে ব্লাস্টের সংক্রমণ দেখা গিয়েছে। এটা অনেকটা প্রতিরোধও হয়েছে। এ ছাড়া এ সময় কালবৈশাখীর দাপটও দেখা যায় তাই ৮০ শতাংশ ধান পাকলেই তা কাটার পরামর্শ দেয়া হচ্ছে কৃষকদের।

এম/

আরো পড়ুন:

শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
 

রংপুর ধান উৎপাদন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250