ফাইল ছবি (সংগৃহীত)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনের ভর্তিযুদ্ধ। পরে বেলা ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিফটের পরীক্ষা চলবে।
ভর্তি কমিটি জানায়, ‘সি’ ইউনিটে ১ হাজার ৫৩৩টি আসনের বিপরীতে ৭৫ হাজার ৮৫১ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। সে হিসাবে আসন প্রতি প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭ জন ভর্তি-ইচ্ছুক। বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ২৬টি ভবনে এবারের ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে।
প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে সকাল ৯টায়, দ্বিতীয় শিফট বেলা ১১টায়, তৃতীয় শিফট দুপুর ১টা এবং শেষ শিফট বিকেল সাড়ে ৩টায় শুরু হবে। এক ঘণ্টা করে প্রতি শিফটে পরীক্ষা গ্রহণ করা হবে। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টার একটি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে।
আরো পড়ুন: বেসরকারি মেডিক্যালে ভর্তিতে চালু হচ্ছে অটোমেশন পদ্ধতি
এ ছাড়া ‘এ’ ইউনিটে মোট পরীক্ষার্থী ৭২ হাজার ৬৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৫ জন এবং ‘সি’ ইউনিটে ৭৫ হাজার ৮৫১ জন চূড়ান্ত আবেদন করেছে। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৮১৬টি। প্রতি ইউনিটে চার শিফট করে মোট ১২ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এম/
খবরটি শেয়ার করুন